আজ || শনিবার, ০৫ এপ্রিল ২০২৫
শিরোনাম :
  রাজাপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুণর্মিলনী অনুষ্ঠিত       দাগনভূঞায় জে.কে ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ       সৌদি আরবের সঙ্গে মিল রেখেই বাহরাইনে ঈদুল ফিতর উদযাপন       শ্রমিকদের মাঝে ইফতার বিতরণ করেছেন কুমিল্লা প্রবাসী কল্যান ফোরাম বাহরাইন       বাহরাইনে আদনান গেইট কনস্ট্রাকশন কোম্পানির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ       দাগনভূঞায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার       ফেনী ইউনিভার্সিটির উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত       দাগনভূঞায় হাজী আবদুর রব-রুচিয়া ফাউন্ডেশনের ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ       দাগনভূঞায় আধুনিক মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ    
 


রাষ্ট্রদূত ড. মো. নজরুল ইসলাম কে বিদায় সংবর্ধনা প্রদান করেন বাংলাদেশ বিজনেস ফোরাম বাহরাইন

বিশেষ প্রতিবেদক

বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মো. নজরুল ইসলামের বিদায় উপলক্ষে বাংলাদেশ বিজনেস ফোরামের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার স্থানীয় সময় রাত ৯ টায় বাংলাদেশ বিসনেস ফোরামের নিজস্ব হল রুমে সংগঠনের সভাপতি আইনুল হকের সভাপতিত্বে ও আবদুল হান্নান এবং আক্তারুজ্জামান সরকারের যৌথ সঞ্চালনায় এবং নোমান উদ্দিন মনিরের পবিত্র কোরআন তেলোওয়াতের মধ্যদিয়ে সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয় এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন ফোরামের সাধারন সম্পাদক মোহাম্মদ জসিমউদদীন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ নজরুল ইসলাম, গেস্ট অফ অনার ছিলেন দূতালয় প্রধান এ কে এম মহিউদ্দিন কায়েছ, বিশেষ অতিথি ছিলেন শ্রম সচিব মাহফুজুর রহমান, আরো উপস্থিত ছিলেন, বিজনেস ফোরামের প্রধান উপদেষ্টা শফিউদ্দিন আহমেদ, তালিমুল কোরআন বাহরাইনের সভাপতি জয়নাল আবেদীন, বাংলাদেশ সোসাইটির সভাপতি আসিফআহমেদ, আওয়ামী লীগের সভাপতি মো. শাহ জালাল বিজনেস ফোরামের উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন গিয়াসউদ্দিন মিয়াজি, মোহাম্মদ সেলিম, সিনিয়র সহ সভাপতি আবুল বাসেত সহ সভাপতি আকতার হোসেন কাচা মিয়া, সিনিয়র যুগ্ম সম্পাদক মোহাম্মদ মকবুল, মহিউদ্দিন,

আরো উপস্থিত ছিলেন ড. সাহেদুল ইসলাম,জয়নাল আবেদিন,আল-আমীন, সবুজ মিলন, মাজহারুল ইসলাম বাবু, শাহ আবদুল হক, কামাল উদ্দিন, রফিকুল ইসলাম আকন, বদরুল আলম, সালাহউদ্দিন আহমেদ, আবদুস সাত্তার, আল মারুফ, রফিকুল, এমবি জালাল, মিজানুর রহমান, রবিউল ইসলাম, আমির হামজা, আবদুর রহমান সহ অনেকে।

এসময় সংগঠনের সভাপতি আইনুল হক বলেন রাষ্ট্রদূত ড. মোহাম্মদ নজরুল ইসলাম বাহরাইনে যোগদানের পর বিভিন্ন মন্ত্রনালয়ে সভা সমাবেশের মাধ্যমে ও সামাজিক – সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বাহরাইনিদের কে বুঝাতে সক্ষম হন বাংলাদেশ শুধু লেবার সাপ্লায়ার দেশ নয় ব্যবসা -বিনিয়োগ ও মধ্যম আয়ের একটি দেশ। তিনি সর্বদা অসহায় প্রবাসী বাংলাদেশিদের অবিভাবক হিসেবে বাহরাইন বসবাসকারী প্রবাসীর সুখে-দুঃখে পাশে ছিলেন।

শেষে সংবর্ধিত বিদায়ী রাষ্ট্রদূত কে সংগঠনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। বিদায় সংবর্ধনার জবাবে রাষ্ট্রদূত বাংলাদেশ বিসনেস ফোরামের সবাইকে অশেষ কৃতজ্ঞতা জানান।

এসময় আরও উপস্থিত ছিলেন, দূতাবাসের কর্মকর্তাবৃন্দ, বাহরাইনে দায়িত্বে থাকা বিভিন্ন ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, বিজনেস ফোরাম সদস্যবৃন্দসহ ,প্রবাসী বাংলাদেশিরা।


Top