আজ || শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
  ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি       গণসংযোগকালে ফেনীতে বিএনপি নেতা আব্দুল আউয়াল মিন্টুর গাড়ি বহরে হামলা, আহত ১০       কুমিল্লা সদর- ৬ আসনে হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে মনোনয়ন দেওয়ার দাবিতে ফ্রান্সে সংবাদ সম্মেলন       বাংলাদেশ দূতাবাস বাহরাইনের উদ্যোগে প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্পের আয়োজন       কুমিল্লা সদর- ৬ আসনে হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে বাহরাইন প্রবাসীদের সংবাদ সম্মেলন       বৃহত্তর পাবনা সোসাইটি বাহরাইনের সভাপতি মরহুম হায়াত উল্ল্যাহ মল্লিকের আত্মার মাগফিরাত কামনা করে স্মরণ সভা       বাহরাইনের বিশিষ্ঠ ব্যাবসায়ী নূরুল ইসলাম নূরের পিতা: আবুল কালাম আজাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত    
 


রাষ্ট্রপতির কাছে দেশের ৪২ জন বিশিষ্ট নাগরিকের আবারও চিঠি

রাষ্ট্রপতির কাছে দেশের ৪২ জন বিশিষ্ট নাগরিকের আবারও চিঠি

নির্বাচন কমিশনের বিরুদ্ধে উত্থাপিত আর্থিক অনিয়ম, দুর্নীতি ও সংশ্লিষ্ট গুরুতর অসদাচরণ এবং নির্বাচন সংশ্লিষ্ট অনিয়মের তদন্ত করে  ব্যবস্থা নেয়ার অনুরোধে দেশের ৪২ জন বিশিষ্ট নাগরিক রাষ্ট্রপতির কাছে আবারও চিঠি দিয়েছেন। একই সঙ্গে সংবিধানের ৯৬ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রীম জুডিসিয়াল গঠন করার আবেদন করা হয়েছে।

চিঠিতে বলা হয়, নয় মাস অনুসন্ধান করে নির্বাচন কমিশন ও কমিশনের অধীনের ইলেক্টোরাল ট্রেনিং ইনস্টিটিউটের দুর্নীতি ও অনিয়ম সম্পর্কে ২০১৯ সালে বৈশাখী টেলিভিশন সাত পর্বের একটি ধারাবাহিক প্রতিবেদন প্রচার করে। প্রতিবেদনে উপস্থাপন হয়, বিশেষ বক্তা, কোর্স উপদেষ্টা, কোর্স পরিচালক, কোর্স সমন্বয়ক, সহকারী সমন্বয়কসহ ১৫টি পদের নামে মাননীয় প্রধান নির্বাচন কমিশনার এবং  অন্য চারজন কমিশনার, কমিশন সচিব, ট্রেনিং ইনস্টিটিউটের মহাপরিচালকসহ উচ্চপদস্থ কয়েক ব্যক্তিকে অন্যায় ও অনৈতিক আর্থিক সুবিধা দেয়া হয়েছে।

অভিযোগ উঠে, ২০১৮-১৯ সালে কিছু কর্মকর্তা প্রশিক্ষণ বাজেট থেকে ১১ কোটি টাকা হাতিয়ে নিয়েছে। তারমধ্যে সাড়ে তিন কোটি টাকা নিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার ও অন্য চার কমিশনার, নির্বাচন কমিশনের সচিব, প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রধানসহ ১৮ কর্মকর্তা। চিঠির সঙ্গে বৈশাখী টেলিভিশনের সেই ধারাবাহিক প্রতিবেদনও সংযোজন করেন বিশিষ্ট নাগরিকরা। পাশাপাশি মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের  কার্যালয়ের অডিট আপত্তি সংশ্লিষ্ট গণমাধ্যমে প্রকাশিত কয়েকটি প্রতিবেদনের কপিও পাঠানো হয়।

গত ১৪ ডিসেম্বর রাষ্ট্রপতির কাছে প্রথম চিঠি দিয়েছিলেন ৪২ বিশিষ্ট নাগরিক। এবারের চিঠিটি পাঠানো হয় ১৭ জানুয়ারী। দ্বিতীয় চিঠিতে এসব বিষয়ে সরাসরি অবগত করতে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে চেয়েছেন বিশিষ্ট নাগরিকরা।


Top