নিজস্ব প্রতিবেদক :
সরকারি নথি চুরির অভিযোগ এনে দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের এবং তাকে কারাগারে পাঠানোর নিন্দা জানিয়েছেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন। রোজিনার জামিন না হওয়ায় দুঃখ প্রকাশ করেছেন তিনি।
মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফরিদা ইয়াসমিন বলেন, ‘আমাদের সাংবাদিকদের যে অন্যান্য সংগঠনগুলো আছে তারা সবাই মিলে আমাদের কী করা উচিত, কী করতে হবে তা ঠিক করবো। কারণ আমরা মনে করি, একজন রোজিনা ইসলাম শুধু রোজিনা ইসলামই না, আমাদের সহকর্মী, আমাদেরই বোন এবং একজন রোজিনা ইসলামের ওপর আঘাত মানে সাংবাদিক সমাজের ওপর আঘাত। এই ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে আমরা সেটা চাই।’
প্রেসক্লাব সভাপতি জানান, তারা এ ব্যাপারে আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলবেন।
রোজিনা ইসলামের জামিন না হওয়ায় দুঃখ প্রকাশ করে তিনি বলেন, ‘আমরা আশা করেছিলাম যে, আজকে জামিন হয়ে যাবে। কিন্তু হয়নি, এর জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাইবো কেন জামিন হলো না। কারণ এটা এমন কোনো অপরাধ না যে, জামিন দেয়া যাবে না।
সম্পাদক মো. দুলাল মিয়া নির্বাহী সম্পাদকঃ মো.স্বপন মজুমদার বার্তা সম্পাদক এম.এ তাহের অফিস ১৯৫ ফকিরাপুল প্রথম গলি রহমান ম্যানশন (৩য় তলা) মতিঝিল ঢাকা ১০০০ এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন এর মুখপএ যোগাযোগ ও নিউজ এর জন্য ইমেল uttaron24@gmail.com সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০০৭- ২০২০ দৈনিক উত্তরণ এ প্রকাশিত কোনও সংবাদ. তথ্য.ছবি কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
zahidit.com