অনলাইন ডেস্ক :
পটুয়াখালীর দুমকিতে কঠোর লকডাউনে বিধিনিষেধ অমান্য করে বিয়ে অনুষ্ঠানের আয়োজন করায় কনের বাবাকে ১৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২৩ জুলাই) দুপুরে উপজেলার কার্ত্তিকপাশা গ্রামের হাওলাদার বাড়িতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী মাজিস্ট্রেট শেখ আব্দুল্লাহ সাদীদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।
নির্বাহী মাজিস্ট্রেট জানান, শুক্রবার দুপুরে উপজেলার লেবুখালী ইউনিয়নের কার্তিকপাশা গ্রামের সেলিম হাওলাদার মেয়ের বিয়ের আয়োজন করেন। ওই বিয়ের অনুষ্ঠানে এলাকার প্রায় দুই শতাধিক মানুষকে দাওয়াত করা হয়। খবর পেয়ে ভ্রাম্যমান আদালতের বিচার বসিয়ে কনের বাবাকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং বিয়ের অনুষ্ঠানের অর্ধেক খাবার ঐ এলাকার একটি এতিমখানায় শিশুদের মাঝে বিতরণের নির্দেশ দেওয়া হয়েছে।
সম্পাদক মো. দুলাল মিয়া নির্বাহী সম্পাদকঃ মো.স্বপন মজুমদার বার্তা সম্পাদক এম.এ তাহের অফিস ১৯৫ ফকিরাপুল প্রথম গলি রহমান ম্যানশন (৩য় তলা) মতিঝিল ঢাকা ১০০০ এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন এর মুখপএ যোগাযোগ ও নিউজ এর জন্য ইমেল uttaron24@gmail.com সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০০৭- ২০২০ দৈনিক উত্তরণ এ প্রকাশিত কোনও সংবাদ. তথ্য.ছবি কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
zahidit.com