মো.স্বপন মজুমদার:
শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাহরাইন বিএনপি এবং আঞ্চলিক শাখা সমূহের উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দেশটির মানামা শহরের ভিলেজ বাংলা রেস্টুরেন্টে বাহরাইন বিএনপির সাবেক সহ সভাপতি মফিজুর রহমান এর পবিত্র কুরআন তেলওয়াত এর মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়।
অনুষ্ঠানে বাহরাইন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আক্তারুজ্জামান মিয়ার সভাপতিত্বে ও বাহরাইন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম
এবং শহিদুল ইসলাম সরকার এর যৌথ পরিচালনায়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাহরাইন বিএনপির সাবেক সহ সভাপতি নুর আলম।
গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বাহরাইন কেন্দ্রীয় বিএনপির সাবেক সহ সভাপতি আবুল হাসেম,
সাবেক সহ সভাপতি মফিজুর রহমান,
প্রধান বক্তা ছিলেন বাহরাইন বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মো. সোহেল আহমেদ,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহরাইন বিএনপির সাবেক সহ সভাপতি আকবর আলী,
সাবেক সহ সভাপতি আব্দুল লতিফ,
আশকর শাখা বিএনপির সভাপতি একলাস উদ্দিন,
সহ সভাপতি মোশারফ হোসেন, প্রচার সম্পাদক হযরত গাজী, সেচ্ছাসেবক দলের সভাপতি আসিফ আহমেদ আলীম,
সহ সভাপতি সেলিম আহমেদ, সাংস্কৃতিক দলের সভাপতি মোঃ মনির হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ হাকিম, ঈসা টাউন শাখা বি এন পির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সালাউদ্দিন,
যুবদলের সহ সভাপতি আবুল বাসার তালুকদার,
সহ সভাপতি কামরুজ্জামান, সহ সভাপতি জনি চৌধুরী, সহ সভাপতি রবিউল ইসলাম,
সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাকসুদ আলম,সহ সাংগঠনিক সম্পাদক জামশেদ আলম,মোঃ মহসিন বেপারী, জাফর শেখ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ অনেকে।
এসময় বক্তৃতা বলেন, জুলাই থেকে শুরু হওয়া গত ৫ আগস্ট পর্যন্ত ছাত্র-জনতার আন্দোলনের সুফল জনগনের কাছে পৌছে দিতে জনগনের ভোটের নির্বাচিত সরকার প্রয়োজন,তাই সংস্কারের নামে সময় নস্ট না করে নির্বাচন দিতে হবে।
পলাতক দলের সব ষড়যন্ত্র রুখে দিতে দেশ এবং প্রবাসে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
আলোচনা শেষে বিএনপি'র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায়
এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও ১৯৭১ সাল এবং ২০২৪ সালের আন্দোলনে শাহাদাৎ বরণকারী সকল শহীদদের
আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়াও মোনাজাত করা হয়।
সম্পাদক মো. দুলাল মিয়া নির্বাহী সম্পাদকঃ মো.স্বপন মজুমদার বার্তা সম্পাদক এম.এ তাহের অফিস ১৯৫ ফকিরাপুল প্রথম গলি রহমান ম্যানশন (৩য় তলা) মতিঝিল ঢাকা ১০০০ এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন এর মুখপএ যোগাযোগ ও নিউজ এর জন্য ইমেল uttaron24@gmail.com সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০০৭- ২০২০ দৈনিক উত্তরণ এ প্রকাশিত কোনও সংবাদ. তথ্য.ছবি কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
zahidit.com