শীত নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস
প্রকৃতিতে এখন চলছে হেমন্তকাল। এখনই দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়-ঠাকুরগাঁও ও এর আশপাশের এলাকায় শীতের তীব্রতা চরমে। আর এর সাথে তাল মিলিয়েছে রাতের হালকা থেকে ঘন কুয়াশা। শুধু উত্তরের জেলা নয়, শীত পড়ছে রাজধানীতেও।
বুধবার (২৫ নভেম্বর) আবহাওয়া অধিদপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানা যায়, রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় আজ তাপমাত্রা আরো কমতে পারে। একই সঙ্গে বাড়তে পারে বাতাসের বেগ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ ঢাকায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে ১৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াসে। এছাড়া আট থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে।
আবহাওয়ার পূর্বাভাষে বলা হয়েছে, বুধবার সকাল ৭ টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকবে। রাজধানীর আবহাওয়া শুষ্ক থাকতে পারে। উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে আট থেকে ১২ কিলোমিটার ঘণ্টা বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এছাড়া দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
সম্পাদক মো. দুলাল মিয়া নির্বাহী সম্পাদকঃ মো.স্বপন মজুমদার বার্তা সম্পাদক এম.এ তাহের অফিস ১৯৫ ফকিরাপুল প্রথম গলি রহমান ম্যানশন (৩য় তলা) মতিঝিল ঢাকা ১০০০ এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন এর মুখপএ যোগাযোগ ও নিউজ এর জন্য ইমেল uttaron24@gmail.com সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০০৭- ২০২০ দৈনিক উত্তরণ এ প্রকাশিত কোনও সংবাদ. তথ্য.ছবি কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
zahidit.com