সর্তক না হলে করোনার তৃতীয় ঢেউয়ের শঙ্কা রয়েছে। স্বাস্থ্যবিধি না মানার কারণে দ্বিতীয় ঢেউ আসলো, তৃতীয় ঢেউয়ে আক্রান্ত না হই সেজন্য সবাইকে সচেতন হতে হবে। বললেন স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
আজ বৃহস্পতিবার (২২ এপ্রিল) জাতীয় পুষ্টি সপ্তাহের অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, করোনার দ্বিতীয় ঢেউয়ে কেন আক্রান্ত বেড়ে গেলো, তা জানতে হবে। করোনা রোধে আমরা বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান সীমিত করেছি। জনসমাগম নিরুৎসাহীত করা হয়েছে। এভাবে চললে আশা করি করোন কমে আসবে।
তিনি বলেন, দেশে ১০ শতাংশ মানুষ এখনো পুষ্টিহীনতায় ভোগে। তবে ভারতসহ আশপাশের দেশ থেকে আমাদের দেশের পুষ্টির অবস্থা ভালো। পুষ্টির অভাবে ডায়াবেটিসসহ নানা ধরনের রোগ হতে পারে।
স্বাস্থ্যমন্ত্রী বরেন, আমরা দেশে পুষ্টিহীনতা কমি আনতে চাই।নারীর ক্ষমতায়ন করলে শিশুরা পুষ্টিহীনতায় ভুগবে না। পুষ্টিহীনতায় ভুগলে শিশুর নানা ধরনের অসুখ-বিসুখ হয়ে থাকে।
ভার্চুয়াল অনুষ্ঠানে স্বাস্থ্য সচিব লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালক অধ্যাপক খলিলুর রহমান উপস্থিত ছিলেন।
সম্পাদক মো. দুলাল মিয়া নির্বাহী সম্পাদকঃ মো.স্বপন মজুমদার বার্তা সম্পাদক এম.এ তাহের অফিস ১৯৫ ফকিরাপুল প্রথম গলি রহমান ম্যানশন (৩য় তলা) মতিঝিল ঢাকা ১০০০ এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন এর মুখপএ যোগাযোগ ও নিউজ এর জন্য ইমেল uttaron24@gmail.com সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০০৭- ২০২০ দৈনিক উত্তরণ এ প্রকাশিত কোনও সংবাদ. তথ্য.ছবি কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
zahidit.com