আবদুল্লাহ আল মামুন:
দাগনভূঞায় সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ এবং সামাজিক সমস্যা নিরসন শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলা অফিসার্স ক্লাব হলরুমে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মেহরাজ শারবীন এর সভাপতিত্বে ও ইসলামিক ফাউণ্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোঃ আলমগীর হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মহিউদ্দিন মজুমদার, ইসলামিক ফাউণ্ডেশনের জেলা কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার নাছির উদ্দিন, জেলার সদর উপজেলা ফিল্ড সুপারভাইজার মোঃ শাহ পরান, সোনাগাজী উপজেলার ফিল্ড সুপারভাইজার মোঃ আবুল মোমেন, মাষ্টার ট্রেইনার মোঃ নোমান মিয়াজী, দাগনভূঞা আহমদিয়া হাফেজিয়া মাদ্রাসার পরিচালক ও মুহতামিম হাফেজ মাওলানা ইমাম উদ্দিন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সব ধর্ম, বর্ণ ও গোত্রের মানুষের সঙ্গে বন্ধুত্ব গড়ে উঠলে দেশে সাম্প্রদায়িকতার জায়গায় হবে না। বন্ধুত্বের শক্তিই রুখবে সাম্প্রদায়িকতা। সম্প্রীতি রক্ষায় সকল শ্রেণি-পেশা ও ধর্মের মানুষকে এগিয়ে আসতে হবে। সম্প্রীতি রক্ষায় সামাজিক আন্দোলন গড়ে তোলারও আহবান জানান বক্তারা।