আজ || শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
শিরোনাম :
  জনবান্ধব ও পেশাদার ওসি’র আরেক নাম, মোহাম্মদ লুৎফর রহমান       যত দ্রুত নির্বাচন দেবেন, জাতির জন্য তা মঙ্গল,ফেনীতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর       বাংলাদেশ বিজনেস ফোরাম বাহরাইনের উদ্যোগে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত       ফেনীতে আনসার-ভিডিপি’র তিন অফিসারের বিদায় সংবর্ধনা       ফেনীতে সোয়া কোটি টাকার স্বর্নের ১০টি বারসহ গ্রেফতার ১       ফেনী ইউনিভার্সিটি আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে আইন বিভাগের জয়       ফেনীর দাগনভূঞা উপজেলা বৃত্তি ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত       ফেনীর দাগনভূঁঞার ৩নং পূর্বচন্দ্রপুর ইউনিয়ন জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত       কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ২০ কেজি গাঁজাসহ তিনজন আটক       নিখোঁজ মাদ্রাসার ছাত্র ইমাম হোসেন নয়ন এর সন্ধান চায় পরিবার    
 


সালাম নগরে সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

দাগনভূঞা প্রতিনিধি:
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফেনীর দাগনভূঞা উপজেলার সালামনগরে সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ রবিবার সকালে অনুষ্ঠিত হয়েছে। ফেনী জেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল বশর মজুমদার তপন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। ভাষা শহীদ আবদুস সালাম গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর মিলনায়তনে প্রতিযোগিতায় দুটি বিভাগে বিভিন্ন বিদ্যালয়ের ১ম শ্রেণী থেকে ৫ম শ্রেণী পর্যন্ত দুই শতাধিক শিশু অংশ নেয়। ভাষা শহীদ আবদুস সালামের ছোট ভাই আবদুল করিম প্রতিযোগিতার উদ্বোধন করেন।

ভাষা শহীদ সালাম স্মৃতি পরিষদের সভাপতি ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আরটিভি ও যায়যায়দিন প্রতিনিধি আজাদ মালদার, কাশেম স্পোর্টিং ক্লাবের চেয়ারম্যান মোহাম্মদ আবুল কাশেম, দূর্নীতি প্রতিরোধ দাগনভূঞা কমিটির সভাপতি মিজানুর রহমান হিরো, সুজন দাগনভূঞা শাখার সহ-সভাপতি কিশান মোশাররফ, ফেনীর আঁচল সম্পাদক সাহিদা সাম্য লীনা, দাগনভূঞা প্রেস ক্লাবের সাবেক সভাপতি এম এ তাহের পন্ডিত ও মো: ইমাম হাছান কচি, সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন,  ছিদ্দিক নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দন কুমার ভৌমিক।

আমাদের সময় প্রতিনিধি ইফতেখারুল আলমের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণ নেয়াজপুর মকবুল আহাম্মদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুখরঞ্জন দাস, কৃঞ্চরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুরের নাহার শারমিন, মাতুভূঞা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আকনূর, সানরাইজ ইনস্টিটিউটের সহকারি শিক্ষক দেওয়ান মো: ইকবাল, ভাষা শহীদ আবদুস সালাম স্মৃতি পরিষদের কার্যনিবাহী সদস্য সাইফুল ইসলাম, মোজাম্মেল হক হাছান প্রমুখ। শেষে দুই বিভাগে ২১ জন শিক্ষার্থীকে পুরস্কার দেয়া হয়।


Top