সিনহা হত্যা ঘটনায় এসপি মাসুদকে মামলার আসামি করার আবেদন খারিজ
অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনকে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করার আবেদন খারিজ করেছেন আদালত।
আজ (বৃহস্পতিবার) দুপুরে, কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ’র আদালতে এ আবেদন করেন।
মামলার বাদী ও সিনহার বোন শারমীন শাহরিয়ার ফেরদৌস। আবেদনটি আমলে নিয়ে শুনানি শেষে এ আদেশ দেন আদালত। বাদীপক্ষের আইনজীবী সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ মোস্তফা জানান, এসপি এবিএম মাসুদ হোসেন তার দাপ্তরিক কার্যক্ষমতা আসামিদের পক্ষে কাজে লাগাচ্ছেন। তাই তাকে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করার জন্য ফৌজদারি আবেদন করা হয়েছিল।