ফেনী প্রতিনিধি :
ফেনী দাগনভুঞাঁ উপজেলার ১নং সিন্দুরপুরে মুরগি বিক্রির আড়ালে গাঁজা বিক্রি,১৯০টি চাষকৃত গাঁজা গাছ উদ্ধার আটক ১
ফেনীর দাগনভূঞাঁ উপজেলার ১নংসিন্দুরপুর ইউনিয়নের সুন্দরপুর থেকে জাফর ইমাম (৪৫) নামের এক গাঁজা চাষীকে ১৯০টি গাঁজা গাছের চারাসহ তাকে আটক করা হয়। সেই সিন্দুরপুর ইউনিয়নের সুন্দরপুর গ্রামের আবদুল মান্নানের ছেলে।
স্থানীয়রা জানায়,জাফর ইমাম তার বাড়ির ছাদে বেশ কিছু দিন পূর্বে নিষিদ্ধ মাদক গাঁজা চাষ করেন। বিষয়টি জানতে পেরে স্থানীয়দের মাঝে কৌতুহল সৃষ্টি হয়। একপর্যায়ে বিষয়টি জানাজানি হলে রোববার দুপুরের পুলিশ ওই গ্রামের আবদুল করিম মিয়ার বাড়িতে অভিযান চালায়।
দাগনভূঞাঁ থানার ওসি ইমতিয়াজ আহমেদ ও কোরাইশ মুন্সি পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. মোজাম্মেল হক জানান,স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে গাঁজা চাষী জাফর ইমামকে আটক করা হয়েছে। তার বাড়িরর ছাদে লাগানো অবস্থা থেকে ১৯০টি গাঁজা গাছের চারা উদ্ধার করা হয়।
এই বিষয়ে একটি মাদক মামলা রুজু করা হয়েছে আসামীকে আগামী ১৫/৩/২০২১ইং তারিখ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
সম্পাদক মো. দুলাল মিয়া নির্বাহী সম্পাদকঃ মো.স্বপন মজুমদার বার্তা সম্পাদক এম.এ তাহের অফিস ১৯৫ ফকিরাপুল প্রথম গলি রহমান ম্যানশন (৩য় তলা) মতিঝিল ঢাকা ১০০০ এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন এর মুখপএ যোগাযোগ ও নিউজ এর জন্য ইমেল uttaron24@gmail.com সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০০৭- ২০২০ দৈনিক উত্তরণ এ প্রকাশিত কোনও সংবাদ. তথ্য.ছবি কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
zahidit.com