আজ || সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫
শিরোনাম :
  বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন       যুক্তরাজ্য কৃষক দল শাখার সদস্য সচিব শাহ মো. ইব্রাহিম বাহরাইন আগমন উপলক্ষে সংবর্ধনা প্রদান       বিশ্বে বাংলাদেশকে নতুন মর্যাদা দিলেন ড. ইউনূস: বললেন ইলন মাস্ক       বাহরাইনে আল জিয়ানী সেন্টারের উদ্যোগে ১০তম তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত       ফেনীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লেমুয়ায় মর্মান্তিক দূর্ঘটনায় নিহত ৬,আহত-৯       ফেনীর দাগনভূঞায় পার্টনার ফিল্ড স্কুল ও কৃষক সেবা কেন্দ্রের কার্যক্রম শুরু       ফেনীর দাগনভূঞায় সিদীপ’র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প       আলোকিত বাতশিরি জনকল্যাণ সংস্থার উদ্যোগে বিনামূল্যে মক্তব শিক্ষার উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত       ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্ত আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে গৃহ নির্মাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ    
 


সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করলেন সুরেশ্বর অনুসারীরা

অনলাইন ডেস্ক :

সৌদি আরবের সঙ্গে মিল রেখে ময়মনসিংহে একদিন আগেই ঈদুল আযহা উদযাপন করলেন সুরেশ্বর দরবার শরীফের অনুসারীরা।মঙ্গলবার (২০ জুলাই) সকালে জেলার গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে ও ময়মনসিংহ সিটি করপোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ডে সাদির ফকিরের মাজার শরীফ প্রাঙ্গণে সুরেশ্বর দরবার শরীফের অনুসারীরা ঈদুল আযহার নামাজ আদায় করেন।

গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের সুরেশ্বর অনুসারীরা সকাল ৬টায় প্রথম জামাত ও সাড়ে ৯টায় দ্বিতীয় জামাতে ঈদের নামাজ আদায় করেন। নামাজে ইমামতি করেন মাওলানা মো. ইব্রাহিম। নগরীর ৩৩ নম্বর ওয়ার্ডের চর ঝাউগড়া সাদির ফকিরের মাজার শরীফ প্রাঙ্গণে সকাল ১০টায় ঈদুল আযহার নামাজ আদায় করেন সুরেশ্বর অনুসারীরা। নামাজে ইমামতি করেন হাফেজ মাওলানা নূরুল হক। এ সময় প্রায় দুই শতাধিক মুসুল্লি নামাজে অংশ নেন।

এ বিষয়ে বাহাদুরপুর গ্রামের সুরেশ্বর দরবার শরীফের পীর গদিনশীন সৈয়দ শাহ্ নূরে আফতাব বলেন, করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে সুরেশ্বর দরবার শরীফে ঈদুল আযহার পৃথক দুইটি জামাত অনুষ্ঠিত হয়েছে। এতে ২৫০ থেকে ৩০০ জন অনুসারী ঈদুল আযহার নামাজ আদায় করেছেন।উল্লেখ্য, জেলার গৌরীপুর ও নগরীর ৩৩ নম্বর ওয়ার্ডের সুরেশ্বর অনুসারীরা প্রতি বছর সৌদি আরবের সঙ্গে মিল রেখে বাংলাদেশের একদিন আগেই ইদুল ফিতর ও ঈদুল আযহা উদযাপন করে আসছেন।


Top