আজ || রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
শিরোনাম :
  বাহরাইনে কূটনৈতিক সম্পর্ক জোরদারে ৫৪-তম স্বাধীনতা দিবসের সংবর্ধনা       ফেনীর দাগনভূঞায় ছোট ফেনী নদীর আড়াআড়ি বাঁধ অপসারণ, জরিমানা       ফেনীর দাগনভূঞায় খামারীদের মাঝে ঘাস কাটার যন্ত্র ও সাইলেজ তৈরির উপকরণ বিতরণ       রাজাপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুণর্মিলনী অনুষ্ঠিত       দাগনভূঞায় জে.কে ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ       সৌদি আরবের সঙ্গে মিল রেখেই বাহরাইনে ঈদুল ফিতর উদযাপন       শ্রমিকদের মাঝে ইফতার বিতরণ করেছেন কুমিল্লা প্রবাসী কল্যান ফোরাম বাহরাইন       বাহরাইনে আদনান গেইট কনস্ট্রাকশন কোম্পানির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ       দাগনভূঞায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার       ফেনী ইউনিভার্সিটির উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন    
 


স্বর্ণ ও টাকা পয়সা এবং ছয় বছরের কন্যা সন্তান কে নিয়ে প্রবাসীর স্ত্রী উধাও থানায় জিডি

নিজস্ব প্রতিবেদক:

ফেনীর দাগনভূঞায় প্রবাসী স্বামীর জমানো ৯  লাখ ৬০ হাজার টাকা ও স্বর্ণালংকার নিয়ে শাহনাজ আক্তার ঝর্ণা (২৫) নামের গৃহবধূ উধাও হওয়ার ঘটনা ঘটেছে। শাহনাজ উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের উত্তর কৌশল্যা গ্রামের বড় বাড়ির গিয়াস উদ্দিনের স্ত্রী। ঝর্ণা এক সন্তানের জননী। গত ৫ ফেব্রুয়ারি দুপুরে এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে প্রবাসী গিয়াস উদ্দিনের বড় ভাই রফিকুল ইসলাম বাদী হয়ে দাগনভূঞা থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১৩ বছর পূর্বে প্রবাসী গিয়াস উদ্দিনকে বিয়ে করেন সেনবাগ উপজেলার ৪নং কাদরা ইউনিয়নের তাহেরপুর গ্রামের আবুল কাশেমের মেয়ে শাহনাজ আক্তার ঝর্ণা কে। তাদের ঘরে ৬ বছরের একটি কন্যা সন্তান রয়েছে। বিয়ের পর প্রবাস জীবনের সব টাকা স্ত্রীর নামে ব্যাংক একাউন্ট ও বিকাশের মাধ্যমে টাকা পাঠাতেন গিয়াসউদ্দিন। স্বামী বিদেশ থাকা অবস্থায় কয়েকজন ছেলের সাথে মোবাইল ফোনে কথা বলতেন তার স্ত্রী।

বিষয়টি জানাজানি হলে ঝর্ণার কাছে গচ্ছিত স্বামীর ৯ লাখ ৬০ হাজার টাকা ও ৫ ভরি স্বর্ণালংকার এবং সংসারের আসবাবপত্র নিয়ে গত ৫ ফেব্রুয়ারি দুপুর ১২টায় রাজাপুরের ভাড়া বাসা থেকে পালিয়ে যায় ওই গৃহবধূ। অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে প্রবাসী গিয়াসউদ্দিনের ভাই মোঃ রফিকুল ইসলাম বাদী হয়ে দাগনভূঞা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

বাদী রফিকুল ইসলাম বলেন, আমরা ঝর্ণাকে তার বাবার বাড়িতে ও বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করেছি। সে তার বাবার বাড়িতে যায় নি। তবে একটা ছেলের সাথে তার দীর্ঘদিনের পরকীয়ার সম্পর্ক রয়েছে। আমার প্রবাসী ভাইয়ের সরলতার সুযোগ নিয়ে সে এমন কাজ করেছে।

এবিষয়ে ঝর্ণার মা বিবি হাজেরা জানান, সে আমাদের বাড়িতেও আসে নাই। তার ব্যবহৃত মোবাইল নাম্বারও বন্ধ রয়েছে।

সেনবাগ উপজেলার ৪নং কাদরা ইউপি চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিন ভূঁইয়া জানান, এ বিষয়ে গৃহবধূ ঝর্ণার শ্বশুর বাড়ির স্বজনরা জানিয়েছেন। পরে ঝর্ণার পরিবারের সদস্যদের সাথে কথা বলেছি, তারা ঝর্ণার সাথে যোগাযোগের চেষ্টা করেছে কিন্তু কোনো সাড়া পায়নি। ঝর্ণাও তাদের কারও সাথে যোগাযোগ করেনি।

এবিষয়ে জানতে অভিযুক্ত শাহনাজ আক্তার ঝর্ণার ব্যবহৃত ০১৮৬৬-৫৬…. মোবাইল ফোন নাম্বারে বারংবার যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাওয়া যায়নি।

কোরাইশ মুন্সী ফাঁড়ি থানার ইনচার্জ (এস আই) আরিফ উল্যাহ জানান, এ বিষয়ে তদন্ত করে দেখা হবে। তদন্ত শেষে ঘটনার সত্য মিথ্যা জানা যাবে।

প্রবাসী মো. গিয়াসউদ্দিন স্ত্রী শাহনাজ আক্তার ঝর্না,

প্রবাসী মো. গিয়াসউদ্দিন মেয়ে তাসলিমা আক্তার চাদনি।


Top