নিজস্ব প্রতিবেদক
বাজেট অধিবেশনের সমাপনী দিনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সমালোচনায় উত্তপ্ত ছিলো জাতীয় সংসদ। বিরোধদলীয় সংসদ সদস্যরা একের পর এক তোপ দাগেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের নানা অনিয়মের কথা উল্লেখ করে। এসময় স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগেরও দাবি ওঠে।
শেষ হলো সংসদের বাজেট অধিবেশন। সমাপনী দিনে অনির্ধারিত আলোচনায়; অক্সিজেন সংকট, মাস্ক ইস্যুসহ নানা অব্যবস্থাপনা নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তীব্র সমালোচনা করেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা। অভিযোগ করেন, এক বছর সময় পেলেও হাসপাতালগুলোকে যথাযথভাবে প্রস্তুত করা হয়নি।
পরিস্থিতির অবনতি ঠেকাতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার তাগিদ দেন কয়েকজন সাংসদ। দাবি ওঠে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের।
এদিন 'জাতীয় সংসদের নির্বাচনি এলাকার সীমানা নির্ধারণ বিল-২০২১' ও 'গান্ধী আশ্রম (ট্রাস্টি বোর্ড) বিল-২০২১' উত্থাপন করেন আইনমন্ত্রী। পাস হয় 'বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট বিল-২০২১'।
সম্পাদক মো. দুলাল মিয়া নির্বাহী সম্পাদকঃ মো.স্বপন মজুমদার বার্তা সম্পাদক এম.এ তাহের অফিস ১৯৫ ফকিরাপুল প্রথম গলি রহমান ম্যানশন (৩য় তলা) মতিঝিল ঢাকা ১০০০ এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন এর মুখপএ যোগাযোগ ও নিউজ এর জন্য ইমেল uttaron24@gmail.com সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০০৭- ২০২০ দৈনিক উত্তরণ এ প্রকাশিত কোনও সংবাদ. তথ্য.ছবি কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
zahidit.com