হাসপাতাল থেকে কারাগারে ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট
১১ মাস পর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল থেকে কারাগারে ফেরত নেওয়া হয়েছে ক্যাসিনো-কাণ্ডে গ্রেফতার হওয়া ঢাকা মহানগর দক্ষিণের যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে। তবে পুরোপুরি সুস্থ না হওয়ায় কারাগারের হাসপাতালেই তাকে রাখা হয়েছে।
বুধবার রাত ১২টার দিকে বিএসএমএমইউ হাসপাতাল থেকে সম্রাটকে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে ফেরত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ।
কারা সূত্র জানায়, বুধবার বিএসএমএমইউ হাসপাতালের চিকিৎসকরা সম্রাটকে ছাড়পত্র দেন। পরে ওই হাসপাতাল থেকে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জে) নেয়া হয়।
সূত্র আরও জানায়, যেহেতু সম্রাট আগে থেকেই বিভিন্ন রোগে আক্রান্ত, তাই তাকে কারাগারের ভেতরে কারা হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হবে। এজন্য তাকে ফিরিয়ে আনা হয়েছে। এর আগে অসুস্থ হয়ে পড়ায় গত বছরের ২৪ নভেম্বর কাশিমপুর কারাগারের 'হাই সিকিউরিটি সেল' থেকে সম্রাটকে প্রথমে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে স্থানান্তর করা হয় বিএসএমএমইউ হাসপাতালে। তখন থেকে তিনি সেখানেই ছিলেন।
অপরদিকে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক কারাগার পরিদর্শনে আসেন। এ সময় তিনি সম্রাটের স্বাস্থ্যের খোঁজখবর নেন।
উল্লেখ্য, ক্যাসিনোবিরোধী অভিযানকালে গত বছর ৭ অক্টোবর সম্রাটকে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা থেকে গ্রেফতার করা হয়। এরপর অস্ত্র ও মাদক মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর দুর্নীতি দমন কমিশন (দুদক) তার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনে।
সম্পাদক মো. দুলাল মিয়া নির্বাহী সম্পাদকঃ মো.স্বপন মজুমদার বার্তা সম্পাদক এম.এ তাহের অফিস ১৯৫ ফকিরাপুল প্রথম গলি রহমান ম্যানশন (৩য় তলা) মতিঝিল ঢাকা ১০০০ এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন এর মুখপএ যোগাযোগ ও নিউজ এর জন্য ইমেল uttaron24@gmail.com সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০০৭- ২০২০ দৈনিক উত্তরণ এ প্রকাশিত কোনও সংবাদ. তথ্য.ছবি কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
zahidit.com