নিজস্ব প্রতিনিধি :
১০ বছরের ঊর্ধ্বে যে কেউ ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হতে পারবে: হাইকোর্ট
ষষ্ঠ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের বেঁধে দেয়া ১১ বছর বয়সের শর্তটি স্থগিত করে আদেশ দিয়েছেন হাইকোর্ট। ফলে ১০ বছরের ঊর্ধ্বে যে কেউ ভর্তি হতে পারবে ষষ্ঠ শ্রেণিতে।
এক অভিভাবকের করা রিটের শুনানি শেষে বিচারপতি জে বিএম হাসান ও মো. খায়রুল আলমের বেঞ্চ এই আদেশ দেন। একইসাথে, ভর্তি কার্যক্রমের সময়সীমাও আরো ৭ দিন বাড়ানোর আদেশ দেয়া হয়েছে।
রিটকারীর পক্ষের আইনজীবী ব্যারিস্টার অনিক আর হক বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
এর আগে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে- ২০২০ শিক্ষাবর্ষে ভর্তির ক্ষেত্রে বয়স নির্ধারণ করে দেয় শিক্ষা মন্ত্রণালয়। এ কারণে ১১ বছরের কম বয়সী শিশুরা এবার ষষ্ঠ শ্রেণিতে ভর্তির আবেদন করতে পারছিল না। শিক্ষা মন্ত্রণালয়ের সেই আদেশই আজ হাইকোর্টে স্থগিত হলো।
গত ১৭ ডিসেম্বর অনলাইনে ষষ্ঠ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু হয় এবং ২৭ ডিসেম্বর অনলাইনে আবেদন করার সময় শেষ হয়েছে। আর ভর্তির লটারির তারিখ ধার্য রয়েছে ৩০ ডিসেম্বর।
সম্পাদক মো. দুলাল মিয়া নির্বাহী সম্পাদকঃ মো.স্বপন মজুমদার বার্তা সম্পাদক এম.এ তাহের অফিস ১৯৫ ফকিরাপুল প্রথম গলি রহমান ম্যানশন (৩য় তলা) মতিঝিল ঢাকা ১০০০ এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন এর মুখপএ যোগাযোগ ও নিউজ এর জন্য ইমেল uttaron24@gmail.com সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০০৭- ২০২০ দৈনিক উত্তরণ এ প্রকাশিত কোনও সংবাদ. তথ্য.ছবি কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
zahidit.com