আজ || রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫
শিরোনাম :
  বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন       যুক্তরাজ্য কৃষক দল শাখার সদস্য সচিব শাহ মো. ইব্রাহিম বাহরাইন আগমন উপলক্ষে সংবর্ধনা প্রদান       বিশ্বে বাংলাদেশকে নতুন মর্যাদা দিলেন ড. ইউনূস: বললেন ইলন মাস্ক       বাহরাইনে আল জিয়ানী সেন্টারের উদ্যোগে ১০তম তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত       ফেনীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লেমুয়ায় মর্মান্তিক দূর্ঘটনায় নিহত ৬,আহত-৯       ফেনীর দাগনভূঞায় পার্টনার ফিল্ড স্কুল ও কৃষক সেবা কেন্দ্রের কার্যক্রম শুরু       ফেনীর দাগনভূঞায় সিদীপ’র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প       আলোকিত বাতশিরি জনকল্যাণ সংস্থার উদ্যোগে বিনামূল্যে মক্তব শিক্ষার উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত       ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্ত আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে গৃহ নির্মাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ    
 


১ সেপ্টেম্বর থেকে ‘শিশু দিবাযত্ন কেন্দ্র আইন, ২০২১’ কার্যকর করছে সরকার

অনলাইন ডেস্ক :

আগামী ১ সেপ্টেম্বর থেকে ‘শিশু দিবাযত্ন কেন্দ্র আইন, ২০২১’ কার্যকর করছে সরকার।

রোববার (২৯ আগস্ট) আইনটি কার্যকরের তারিখ ঘোষণা করে আদেশ জারি করেছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. সায়েদুল ইসলাম স্বাক্ষরিত আদেশে বলা হয়, ‘শিশু দিবাযত্ন কেন্দ্র আইন, ২০২১’ এর ধারা ১ এর উপধারা (২) এ দেয়া ক্ষমতাবলে সরকার আগামী ১ সেপ্টেম্বরকে এই আইন কার্যকর হওয়ার তারিখ হিসেবে নির্ধারণ করলো।

গত ৮ ফেব্রুয়ারি মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন এবং পরে ১৬ জুন জাতীয় সংসদে আইনটি বিল আকারে পাসের পর ২৪ জুন ‘শিশু দিবাযত্ন কেন্দ্র আইন, ২০২১’ এর গেজেট প্রকাশিত হয়।

শিশু দিবাযত্ন কেন্দ্র আইন অনুযায়ী, নিবন্ধন নেয়া ছাড়া কোন শিশু দিবাযত্ন কেন্দ্র পরিচালনা করা যাবে না। নিবন্ধন ছাড়া কেন্দ্র পরিচালনা করলে সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড বা ৫ থেকে ১০ লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হতে হবে।

এই আইন অনুযায়ী, শিশু দিবাযত্ন কেন্দ্র থেকে কোনো শিশু হারিয়ে গেলে ১০ বছরের জেল বা পাঁচ লাখ টাকা পর্যন্ত জরিমানা করা হবে। কোনো ব্যক্তির কর্তব্য অবহেলার কারণে কেন্দ্রে অবস্থানকালে কোনো শিশুর স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ হলে বা স্বাস্থ্যহানি ঘটলে সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড বা সর্বোচ্চ ২ লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।

কোনো ব্যক্তি কেন্দ্রে শিশুর সঙ্গে নির্ধারিত নিষ্ঠুর আচরণ করলে কমপক্ষে ২ মাসের কারাদণ্ড বা সর্বোচ্চ ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন বলে আইনে উল্লেখ করা হয়েছে।


Top