২২৩ কোটি টাকা পাচারের অভিযোগে সম্রাটের বিরুদ্ধে চার্জশিটের অনুমোদন দিয়েছে দুদক
সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় প্রায় ২২৩ কোটি টাকা পাচার এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক।
রোববার দুদক কার্যালয় থেকে ওই চার্জশিটের অনুমোদন দেয়া হয়। দুদক কমিশনার মোজাম্মেল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
দুদক সূত্রে জানা যায়, তদন্তকালে জব্দ করা রেকর্ডপত্র, ঘটনাস্থল পরিদর্শন ও আসামির বক্তব্য পর্যালোচনা করে নানা তথ্য পাওয়া গেছে যার মধ্যে রাজধানীর কাকরাইলে ফ্ল্যাট ভোগদখল, আয়করনথিবিহীন ব্যবস্যার মূলধন প্রদর্শন ও বেশ কিছু অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া গেছে।
এছাড়া মালয়েশিয়া ও সিঙ্গাপুরে অর্থপাচারের প্রমাণও পেয়েছে তদন্ত দল। অর্থপাচার তথ্য পেতে সিঙ্গাপুর ও মালয়েশিয়ার কাছেও সহযোগিতা চেয়েছে দুদক।
সম্পাদক মো. দুলাল মিয়া নির্বাহী সম্পাদকঃ মো.স্বপন মজুমদার বার্তা সম্পাদক এম.এ তাহের অফিস ১৯৫ ফকিরাপুল প্রথম গলি রহমান ম্যানশন (৩য় তলা) মতিঝিল ঢাকা ১০০০ এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন এর মুখপএ যোগাযোগ ও নিউজ এর জন্য ইমেল uttaron24@gmail.com সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০০৭- ২০২০ দৈনিক উত্তরণ এ প্রকাশিত কোনও সংবাদ. তথ্য.ছবি কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
zahidit.com