আজ || মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫
শিরোনাম :
  বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন       যুক্তরাজ্য কৃষক দল শাখার সদস্য সচিব শাহ মো. ইব্রাহিম বাহরাইন আগমন উপলক্ষে সংবর্ধনা প্রদান       বিশ্বে বাংলাদেশকে নতুন মর্যাদা দিলেন ড. ইউনূস: বললেন ইলন মাস্ক       বাহরাইনে আল জিয়ানী সেন্টারের উদ্যোগে ১০তম তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত       ফেনীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লেমুয়ায় মর্মান্তিক দূর্ঘটনায় নিহত ৬,আহত-৯       ফেনীর দাগনভূঞায় পার্টনার ফিল্ড স্কুল ও কৃষক সেবা কেন্দ্রের কার্যক্রম শুরু       ফেনীর দাগনভূঞায় সিদীপ’র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প       আলোকিত বাতশিরি জনকল্যাণ সংস্থার উদ্যোগে বিনামূল্যে মক্তব শিক্ষার উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত       ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্ত আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে গৃহ নির্মাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ    
 


না ফেরার দেশে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের মা

মো.মেহেদী হাসান

না ফেরার দেশে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের মা

মালয়েশিয়ার দ্বিতীয় প্রধানমন্ত্রী তুন আবদুল রাজ্জাক হুসেনের স্ত্রী ও সাবেক প্রধানমন্ত্রী নাজিব তুন রাজাকের মা তুন রাহাহ মোহাম্মদ নোহ (৮৭) মারা গেছেন। ১৮ ডিসেম্বর দেশটির প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
নাজিব রাজাক সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘মা আমাদের ছেড়ে চলে গেছে মওলার ডাকে। চোখ দিয়ে অশ্রু বয়ে গেল। মায়ের মৃত্যুতে আমার পরিবার খুবই মর্মাহত।’ মায়ের আত্মার মাগফেরাত কামনায় দোয়া চেয়েছেন দেশবাসীর কাছে।

তুন রাহাহ ১৯৫২ সালের ৪ সেপ্টেম্বর আবদুক রাজাকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং তাদের দম্পতির পাঁচ ছেলে নাজিব, মোহাম্মদ নাজির, দাতুক আহমদ জোহরি, দাতুক মোহাম্মদ নিজাম ও দাতুক মোহাম্মদ নাজিম।
জোহরের মুয়ারে ১১ জুন, ১৯৩৩ সালে জন্মগ্রহণ করেন, রাহাহ মালয়েশিয়ার গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের সভাপতি এবং মুসলিম মহিলা অ্যাকশন অর্গানাইজেশনের (পার্টিভি) পৃষ্ঠপোষকসহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
তিনি মালয়েশিয়ার প্রথমদিকের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে চ্যান্সেলর হিসেবে ছিলেন এবং তার স্বামী ইউনিভার্সিটি তুন আবদুল রাজাকের নামানুসারে নামকরণ করেছিলেন।
নাজিব রাজাকের মায়ের মৃত্যুর খবর শুনে হাসপাতালে ছুটে যান রাজা সুলতান আব্দুল্লাহ। জানিয়েছেন শোকাহত পরিবারের প্রতি সমবেদনা। এছাড়া ছুটে যান আনোয়ার ইব্রাহিম। দলমত নির্বিশেষে দেশের সাধারণ জনগণও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। সমবেদনা জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরাও।


Top