বিশেষ প্রতিনিধি :
চট্টগ্রামের সীতাকুণ্ডের মান্দারীটোলায় তিন ডাকাত কে ধরে গণধোলাই নিহত এক আটক ২
চট্টগ্রামের সীতাকুণ্ডে দুই বাড়িতে ডাকাতি করে ফেরার সময় জনতার হাতে আটক হয়েছে ৩ ডাকাত। এ সময় উত্তেজিত জনতা গণধোলাই দিলে এক ডাকাত নিহত হয় ও অপর দুজনকে পুলিশ থানায় নিয়ে যায়।
রোববার (১৭ জানুয়ারি) দিবাগত রাত ৪টার দিকে বাড়বকুণ্ড ইউনিয়নের মান্দারীটোলা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি মেম্বার জামাল উল্লাহ জানান, মুরাদপুর ইউনিয়নের দুই বাড়িতে ডাকাতি করে ফিরে যাচ্ছিল ১১ জনের একটি ডাকাত দল। এ সময় ডাকাতি প্রতিরোধে গঠিত এলাকা ভিত্তিক প্রতিরোধ কমিটির দুই যুবককে একা পেয়ে তাদের মোবাইল ছিনিয়ে নেয় ডাকাতরা। এরপর ওই দুই যুবক স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা করলে জনগণ ও ডাকাতি প্রতিরোধে গঠিত কমিটির লোকজন ডাকাতদের ধাওয়া দিলে তারা ছত্রভঙ্গ হয়ে পড়ে। স্থানীয় জনতা তিন ডাকাতকে ধরে গণধোলাই দেয়। এ সময় ঘটনাস্থলে এক ডাকাত নিহত হয়। অপর দুজনকে সীতাকুন্ড মডেল থানা পুলিশ নিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সীতাকুণ্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল করিম বলেন, জনতার গণধোলাইয়ে ডাকাত দলের এক সদস্যের মৃত্যু হয়েছে। আটক দুজনের বিষয়ে বিস্তারিত খবরা খবর নেওয়া হচ্ছে।
এর আগে এই ডাকাত দল মুরাদপুর ইউনিয়নের আওয়ামী লীগের নেতা নুরুন্নবী ও প্রফেসর টুটুলের বাড়ি ডাকাতি করে বলে জানা যায়। কিছুদিন ধরে সীতাকুণ্ডে বেড়ে যাওয়া চুরি ও ডাকাতি প্রতিরোধে এলাকাভিত্তিক ডিফেন্স টিম গঠন করে পুলিশ। জনপ্রতিনিধি ও স্থানীয় যুবকদের নিয়ে গঠিত এসব টিম পালাক্রমে প্রতি এলাকায় পাহারায় নিয়োজিত আছে।
সম্পাদক মো. দুলাল মিয়া নির্বাহী সম্পাদকঃ মো.স্বপন মজুমদার বার্তা সম্পাদক এম.এ তাহের অফিস ১৯৫ ফকিরাপুল প্রথম গলি রহমান ম্যানশন (৩য় তলা) মতিঝিল ঢাকা ১০০০ এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন এর মুখপএ যোগাযোগ ও নিউজ এর জন্য ইমেল uttaron24@gmail.com সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০০৭- ২০২০ দৈনিক উত্তরণ এ প্রকাশিত কোনও সংবাদ. তথ্য.ছবি কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
zahidit.com