মো. আবুল হাসেম
বান্দরবান সদর উপজেলার রাজবিলা ইউনিয়নের বাঘমারায় শসস্ত্র সন্ত্রাসীর গুলিতে এক যুবলীগ নেতা নিহত
বান্দরবান সদর উপজেলার রাজবিলা ইউনিয়নের বাঘমারা এলাকায় এক যুবলীগ নেতাকে শসস্ত্র সন্ত্রাসীরা
গুলি করে হত্যার করেছে। নিহতের নাম মং চ উ মারমা (৪০)।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় ৭ঃ৩০ ঘটিকায় দিকে এই ঘটনা ঘটে। মং চ উ মারমা ওই এলাকার চিং ক্যা উ কারবারী পাড়ার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যার দিকে ৫- ৬ জনের শসস্ত্র সন্ত্রাসীর একটি দল বাঘমারা এলাকায় মং চ উ মারমা কে গুলি করে চলে যায়। মং চ উ মারমা দুই বছর আগে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) থেকে যুবলীগে যোগ দেন। তিনি জামছড়ি যুবলীগের ইউনিট কমিটির সাংগঠনিক সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছিলেন।বান্দরবান সদর থানার ইনচার্জ মোঃ শহীদুল ইসলাম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক মো. দুলাল মিয়া নির্বাহী সম্পাদকঃ মো.স্বপন মজুমদার বার্তা সম্পাদক এম.এ তাহের অফিস ১৯৫ ফকিরাপুল প্রথম গলি রহমান ম্যানশন (৩য় তলা) মতিঝিল ঢাকা ১০০০ এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন এর মুখপএ যোগাযোগ ও নিউজ এর জন্য ইমেল uttaron24@gmail.com সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০০৭- ২০২০ দৈনিক উত্তরণ এ প্রকাশিত কোনও সংবাদ. তথ্য.ছবি কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
zahidit.com