দাগনভূঞা প্রতিনিধি:
“প্রাণিসম্পদে ভরবো দেশ” গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে প্রাণিসম্পদ প্রদর্শনী
সেবা সপ্তাহ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে এবং প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে সহযোগিতায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সোমবার (২২ এপ্রিল) বিকেলে উপজেলা অফিসার্স ক্লাব হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার নিবেদিতা চাকমা এর সভাপতিত্বে ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের মাঠ সহকারী মোঃ ইকবাল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবীর রতন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ শাহীন মুন্সী, স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সুজন কান্তি শর্মা। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন
পল্লী বিদুৎ ডিজিএম মুহাম্মদ জাহাঙ্গীর আলম, ইউডিএফ মোঃ ইসমাইল হোসেন, উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক বিজন বিহারী ভৌমিক, দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, উপজেলা ডেইরী ফারমার্স এসোসিয়েশনের সভাপতি আবু নাছের চৌধুরী আসিফ ও সহ সভাপতি আবু নাছের তুহিন প্রমুখ। এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রাণিসম্পদ দপ্তরের কর্মচারী এবং উপজেলা বিভিন্ন এলাকার প্রান্তিক খামারিরা উপস্থিত ছিলেন।
এসময় প্রদর্শনীতে অংশগ্রহণকারী খামারিদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয় ।