আজ || শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
শিরোনাম :
  জনবান্ধব ও পেশাদার ওসি’র আরেক নাম, মোহাম্মদ লুৎফর রহমান       যত দ্রুত নির্বাচন দেবেন, জাতির জন্য তা মঙ্গল,ফেনীতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর       বাংলাদেশ বিজনেস ফোরাম বাহরাইনের উদ্যোগে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত       ফেনীতে আনসার-ভিডিপি’র তিন অফিসারের বিদায় সংবর্ধনা       ফেনীতে সোয়া কোটি টাকার স্বর্নের ১০টি বারসহ গ্রেফতার ১       ফেনী ইউনিভার্সিটি আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে আইন বিভাগের জয়       ফেনীর দাগনভূঞা উপজেলা বৃত্তি ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত       ফেনীর দাগনভূঁঞার ৩নং পূর্বচন্দ্রপুর ইউনিয়ন জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত       কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ২০ কেজি গাঁজাসহ তিনজন আটক       নিখোঁজ মাদ্রাসার ছাত্র ইমাম হোসেন নয়ন এর সন্ধান চায় পরিবার    
 


দাগনভূঞা প্রবাসী ফোরামের বর্ষপূর্তি উদযাপন ও প্রাদেশিক কমিটি ঘোষণা

আবদুল্লাহ আল মামুন:
বিশ্ব জুড়ে ভ্রাতৃত্বের সেতু বন্ধন এ প্রতিপাদ্যকে সামনে রেখে দাগনভূঞা প্রবাসীদের মানবিক সংগঠন প্রবাসীদের গঠিত “দাগনভূঞা প্রবাসী ফোরাম” এর ৪র্থ বর্ষপূর্তি উদযাপন  উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়েছে।

ফোরামের ৪র্থ বর্ষপূর্তি উপলক্ষে শনিবার (৪ মে) সন্ধ্যায় স্থানীয় ফুড ফরেস্ট রেস্টুরেন্টে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ফোরামের স্থানীয় কমিটির সভাপতি পেয়ার আহমেদ
এর সভাপতিত্বে ও সাংবাদিক এম.শরীফ ভূঞার সঞ্চালনায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন ফোরামের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা রফিক উদ্দিন।

বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন ফোরামের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মিহির মাহবুব, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক  বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জাকির হোসেন, ফোরামের স্থানীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউছুফ মিয়া, ফোরামের সাংগঠনিক সম্পাদক মুজাহিদ শেখ ও প্রবাসীদের পক্ষে বক্তব্য রাখেন আমির হোসেন প্রমুখ। এছাড়াও সাংবাদিক,গণ্যমান্য ব্যক্তিবর্গ, ফোরামের কেন্দ্রীয় কমিটি ও স্থানীয় কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

পরে কেক কেটে ফোরামের ৪র্থ বর্ষপূর্তি উদযাপন করা হয়।

ফোরামের উপদেষ্টা রফিক উদ্দিন বলেন, আমাদের প্রবাসীদের কষ্টার্জিত অর্থ দিয়েই এ মানবিক সহায়তা চলছে। সকলের আন্তরিক সহযোগিতায় আগামীতে এ ধরণের সহায়তা অব্যাহত থাকবে।

ফোরামের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মিহির মাহবুব বলেন, বিভিন্ন দেশের প্রবাসীদের কষ্টার্জিত অর্থ দিয়েই এধরণের মানবিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। এটি অব্যাহত থাকবে বলেও তিনি জানান। ফোরামের সাথে সংশ্লিষ্ট সকল প্রবাসীদের ধন্যবাদ জানান তিনি।

সভায় ফোরামের অন্যান্য বক্তারা ফোরামের উত্তরোত্তর সমৃদ্ধি ও সফলতা কামনা করেন এবং  মানবিক কাজগুলো অব্যাহত রাখার আহ্বান জানান।

ফোরামের সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে,  আজবদি পর্যন্ত ফোরামের উদ্যোগে গরীব, অসহায়, হতদরিদ্র, সুবিধাবঞ্চিত, প্রতিবন্ধী,
অসচ্ছল প্রবাসীদের পরিবার ও দুরারোগ্য আক্রান্ত গরীব অসহায়দের উন্নত চিকিৎসা সেবার খরচসহ ১১৩ টি আবেদনের প্রেক্ষিতে প্রায় ১
কোটি ২১ লাখ টাকা হস্তান্তর করা হয়েছে।
শেষে ফোরামের ইউনাইটেড আরব আমিরাতের দুবাই ও সৌদি আরবের দাম্মামের প্রাদেশিক কমিটি ঘোষণা করা হয়।

উল্লেখ্য, গত ২০২০ সালের মে মাসে সংগঠনটির অনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।


Top