আজ || রবিবার, ০৬ এপ্রিল ২০২৫
শিরোনাম :
  রাজাপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুণর্মিলনী অনুষ্ঠিত       দাগনভূঞায় জে.কে ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ       সৌদি আরবের সঙ্গে মিল রেখেই বাহরাইনে ঈদুল ফিতর উদযাপন       শ্রমিকদের মাঝে ইফতার বিতরণ করেছেন কুমিল্লা প্রবাসী কল্যান ফোরাম বাহরাইন       বাহরাইনে আদনান গেইট কনস্ট্রাকশন কোম্পানির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ       দাগনভূঞায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার       ফেনী ইউনিভার্সিটির উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত       দাগনভূঞায় হাজী আবদুর রব-রুচিয়া ফাউন্ডেশনের ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ       দাগনভূঞায় আধুনিক মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ    
 


ফেনী ইউনিভার্সিটিতে ক্যারিয়ার এক্স প্রোগ্রাম অনুষ্ঠিত

মো.স্বপন মজুমদার:

ফেনী ইউনিভার্সিটিতে বাংলাদেশ ইয়ুথ লিডারশীপ সেন্টারের (বিওয়াইএলসি) ক্যারিয়ার এক্স প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

গত ৩১ মে ও ১ জুন দুইদিন ব্যাপি ইউনিভার্সিটির কেন্দ্রীয় মিলায়তনে ফেনী ইউনিভার্সিটি ‘ল’ মুটিং সোসাইটির (ফুলমস) সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই প্রোগ্রামে শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনমূলক ও চাকরি বাজারে নিজেদের এগিয়ে নেয়ার জন্য প্রশিক্ষণ প্রদান করা হয়।

উক্ত প্রোগ্রামে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন তাসফিয়া তাসনিম দিশি (সিনিয়র এক্সিকিউটিভ, অফিস অফ প্রফেশনাল ডেভেলপমেন্ট, বিওয়াইএলসি), আব্দুল্লাহ আল মামুন সানি (এক্সিকিউটিভ, লিডারশীপ ডেভেলপমেন্ট এন্ড টিচিং, বিওয়াইএলসি), হাবিবা তাসনিম (এক্সিকিউটিভ, অফিস অফ প্রফেশনাল ডেভেলপমেন্ট,বিওয়াইএলসি )
আরাফাত ইসলাম (এক্সিকিউটিভ, রিসার্চ মনিটরিং এন্ড ইভুলেশন বিওয়াইএলসি), তওসিফ এ জাওয়াদ (প্রফেশনাল ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর, বিওয়াইএলসি)

উল্লেখ্য, ইউনিভার্সিটির ৯০ জন নির্বাচিত শিক্ষার্থীদের নিয়ে এই কার্যক্রমটির ৬ টি সেশন অনলাইনে ও ২টি সেশন অফলাইনে অনুষ্ঠিত হয়।

উক্ত প্রোগ্রামে শিক্ষার্থীদেরকে লিডারশীপ, প্লানিং, সিভি রাইটিং, ইন্টারভিউ, টিমওয়ার্ক, নেটওয়ার্কিং, কমিউনিকেশন, ক্যারিয়ার প্লানিংসহ চাকরি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।


Top