সাংবাদিক মুন্নী সাহাকে আটক করেছে পুলিশ। সাধারণ জনতার হাতে সে আটক হওয়ার পর তাকে উদ্ধার করে পুলিশ।
শনিবার (৩০ নভেম্বর) রাজধানীর কারওয়ান বাজার এলাকায় সাধারণ জনতা আটক করলে পরে তাকে পুলিশ হেফাজতে নেয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও শিল্পাঞ্চল থানার অফিসার ইনচার্জ মো. মোবারক হোসেন। তিনি জানান, মুন্নি সাহা কারওয়ান বাজারে সবজি কিনছিলেন। সবজি কিনতে গিয়ে জনতার তোপের মুখে পড়েন সাংবাদিক মুন্নী সাহা। পরে তাকে পুলিশের হাতে তুলে দেয়া হয়। তার বিরুদ্ধে মামলা রয়েছে। নিরাপত্তার স্বার্থে তাকে উদ্ধার করে ডিবিতে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।