আবদুল্লাহ আল মামুন:
ফেনী জেলার দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নে প্লাস্টিক রিসাইক্লিং কারখানার শ্রমিকদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিতে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প আয়োজন করেছে সিদীপ এর স্বাস্থ্য কর্মসূচির একটি টিম।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) উপজেলার রাজাপুর ইউনিয়নের মেহেদীপুর এলাকায় সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
চিকিৎসা সেবা প্রদান করেন ডা. সোহেল মাহমুদ।
দিনব্যাপী এ ফ্রি মেডিকেল ক্যাম্পে ৭৮ জন প্লাস্টিক রিসাইক্লিং কারখানার
শ্রমিক সেবা নিয়েছে। ফ্রি স্বাস্থ্য সেবার পাশাপাশি রোগীদের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে।
এসময় সিদীপ’র এইচআরওডি তানভীর হাসান, দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।