বাহরাইন প্রতিনিধি:
বাহরাইনে বাংলাদেশি মালিকানাধীন আদনান গেইট কনস্ট্রাকশন কোম্পানির উদ্যোগে পবিএ মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল ও ঈদ উপহার সামগ্রী বিতরণের বিশেষ আয়োজন করা হয়।
শুক্রবার দেশটির স্থানীয় সময় ৪:৩০ বাংলাদেশ বিজনেস ফোরাম নিজস্ব হল কোম্পানির কর্নধার ও বাংলাদেশ বিজনেস ফোরাম বাহরাইনের সভাপতি আইনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে মোহাম্মদ আব্দুল হান্নানের পরিচালনায় কোরআন তেলওয়াত করেন মোহাম্মদ নুর হোসেন নুর।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিজনেস ফোরামের উপদেষ্টা গিয়াস উদ্দিন মিয়াজি, গ্রেস্ট ওফ ওনার হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বিজনেস ফোরাম বাহরাইনের সম্মানিত উপদেষ্টা এ, কে আজাদ ও অর্থ সম্পাদক তোফাজ্জল হোসেন মুকুল।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিজনেস ফোরাম বাহরাইনের সিনিয়র সহ-সভাপতি মকবুল আহমদ।
স্বাগত বক্তব্য রাখেন, বাংলাদেশ বিজনেস ফোরাম বাহরাইনের সহ সভাপতি নোমান উদ্দিন মনির।
আরো উপস্থিত ছিলেন, বাহরাইন বাংলাদেশ কমিউনিটির সাংবাদিক, সামাজিক ও রাজনৈতিক এবং ব্যাবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি এই আয়োজনের জন্য ভুয়সী প্রশংসা করেন, এবং কোম্পানির উজ্জ্বল ভবিষ্যৎ কামানা করেন এবং বাহরাইনে কোম্পানি তাদের নিজ কর্মদক্ষতার মাধ্যমে দেশের সন্মান বৃদ্ধি করবে বলে আশা ব্যাক্ত করেন।
কোম্পানির কর্নধার তাঁর বক্তব্যে কোম্পানির সকল কর্মকর্তা ও কর্মচারীদের কাজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ও বিপদে আপদে তাদের পাশে দাড়ানোর প্রতিগ্গা করেন।
ইফতারের আগে দেশ ও জাতীর কল্যানে দোয়া ও মোনাজাত করেন বুরি মসজিদের খতিব জনাব আলী হোসেন।
ইফতার শেষে কোম্পানির সকল কর্মকর্তা, কর্মচারী ও ওয়ার্কারদের মাঝে ঈদ উপহার সমগ্রী বিতরণ করা হয়।