আবদুল্লাহ আল মামুন:
ফেনী জেলার দাগনভূঞা উপজেলায় ছোট ফেনী নদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে দেওয়া বাঁশের আড়াআড়ি বাঁধ ও ৫০০ মিটার অবৈধ জালের বাঁধ অপসারণ এবং এক ব্যক্তিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১২ এপ্রিল) দুপুরে উপজেলার জায়লস্কর ইউনিয়নের দক্ষিণ জায়লস্কর এলাকায় ছোট ফেনী নদীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ মাছ শিকারের বাঁধ অপসারণ করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট স.ম.আজহারুল ইসলাম।
এসময় বাঁশ দিয়ে তৈরি আড়াআড়ি বাঁধ নির্মাণের অপরাধে কামাল উদ্দিন নামে এক ব্যক্তিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বলেন, মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনের আওতায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে অবৈধ জাল ও বাঁশ দিয়ে তৈরি আড়াআড়ি বাঁধটি অপসারণ করা হয়েছে। অবৈধ জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। অবৈধ বাঁধ নির্মাণের অপরাধে এক ব্যক্তিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরও বলেন, উপজেলার সকল নদ-নদী,খালে পানির অবাধ প্রবাহ এবং মৎস্য সম্পদ রক্ষায় উপজেলা প্রশাসন সচেষ্ট থাকবে। ভবিষ্যতে আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কিছু অসাধু মৎস্য ব্যবসায়ী ছোট ফেনী নদীতে অবৈধভাবে বাঁশের বাঁধ দিয়ে মাছ শিকার করে আসছিলেন। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে বাঁধ ও অবৈধ জাল অপসারণ এবং বাঁধ নির্মাণে জড়িত ব্যক্তিকে জরিমানা করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মিরাজুল ইসলাম বলেন, উপজেলা প্রশাসন, জেলা ও উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে মৎস্য আইন বাস্তবায়নে ছোট ফেনী নদীতে অবৈধ জাল,বাঁশের বাঁধ ও অন্যান্য স্থাপনা অপসারণে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মিরাজুল ইসলাম,সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান, জেলা মৎস্য অফিসের হিসাব রক্ষক মোশারফ হোসেনসহ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।