আজ || রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
শিরোনাম :
  জনবান্ধব ও পেশাদার ওসি’র আরেক নাম, মোহাম্মদ লুৎফর রহমান       যত দ্রুত নির্বাচন দেবেন, জাতির জন্য তা মঙ্গল,ফেনীতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর       বাংলাদেশ বিজনেস ফোরাম বাহরাইনের উদ্যোগে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত       ফেনীতে আনসার-ভিডিপি’র তিন অফিসারের বিদায় সংবর্ধনা       ফেনীতে সোয়া কোটি টাকার স্বর্নের ১০টি বারসহ গ্রেফতার ১       ফেনী ইউনিভার্সিটি আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে আইন বিভাগের জয়       ফেনীর দাগনভূঞা উপজেলা বৃত্তি ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত       ফেনীর দাগনভূঁঞার ৩নং পূর্বচন্দ্রপুর ইউনিয়ন জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত       কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ২০ কেজি গাঁজাসহ তিনজন আটক       নিখোঁজ মাদ্রাসার ছাত্র ইমাম হোসেন নয়ন এর সন্ধান চায় পরিবার    
 


ফেনীর আল বারাকা হাসপাতালের কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধের নির্দেশ

ফেনী প্রতিনিধি :

ফেনীর আল বারাকা হাসপাতালের কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধের নির্দেশ

বার নানা অনিয়ম আর অভিযোগে অভিযুক্ত ফেনীর শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের আল বারাকা হাসপাতালের কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধের নির্দেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

ফের হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগে সোমবার সিভিল সার্জন বরাবর এক ভুক্তভোগীর স্বজন লিখিত অভিযোগ করলে বৃহস্পতিবার অভিযানে নামে ভ্রাম্যমাণ আদালত।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মনিরুজ্জামানের অভিযানে চিকিৎসকের ভিজিট ফির তালিকা প্রদর্শিত না থাকায় ডাক্তার ফাহমিদা ইয়াসমিন, ডাক্তার মাহফুজুর রহমানের চেম্বার সহ হাসপাতালের রেডিওগ্রাফি রুম ও ম্যানিজিং ডিরেক্টরের রুম সিলগালা করা হয়। এছাড়া ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানের সময় টের পেয়ে হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর সহ অন্যান্য কর্মকর্তারা পালিয়ে যায়। ভ্রাম্যমাণ আদালতের পক্ষ থেকে বার বার ফোন দিয়েও হাসপাতালের এমডি মোঃ হেলাল উদ্দিন কে হাজির করা যায়নি।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মনিরুজ্জামান জানান, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হাসপাতালে নতুন ভর্তি নেওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, অভিযোগ করা ভুক্তভোগীদের অভিযোগ নিষ্পত্তির পরে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রসঙ্গত, হাসপাতালটির বিরুদ্ধে এযাবৎকালে ভুল চিকিৎসায় রোগী মৃত্যু সহ বেশ কয়েকটি অভিযোগ উঠে। এর আগে গত মে মাসে ভুল চিকিৎসায় এক প্রসূতির মৃত্যুর ঘটনা ঘটে, ঘটনা ধামাচাপা দেওয়ার জন্যে হাসপাতাল কর্তৃপক্ষ তড়িঘড়ি করে লাশ হাসপাতাল থেকে নিয়ে যেতে বাধ্য করে বলে অভিযোগ রয়েছে। এই ঘটনায় স্বাস্থ্য বিভাগ তদন্ত কমিটি গঠন করলেও তার প্রতিবেদন এখন পর্যন্ত পাওয়া যায়নি।

সবশেষ গত ৯ নভেম্বর নার্স দিয়ে প্রসূতির অস্ত্রোপচার করে পায়ুপথ কেটে ফেলার গুরুতর অভিযোগ উঠে, এ নিয়ে সিভিল সার্জন বরাবর রোগীর স্বজন লিখিত অভিযোগ করলে সিভিল সার্জন অফিস থেকে ২ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয় এছাড়া ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়।

 


Top