আজ || শনিবার, ০৫ এপ্রিল ২০২৫
শিরোনাম :
  রাজাপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুণর্মিলনী অনুষ্ঠিত       দাগনভূঞায় জে.কে ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ       সৌদি আরবের সঙ্গে মিল রেখেই বাহরাইনে ঈদুল ফিতর উদযাপন       শ্রমিকদের মাঝে ইফতার বিতরণ করেছেন কুমিল্লা প্রবাসী কল্যান ফোরাম বাহরাইন       বাহরাইনে আদনান গেইট কনস্ট্রাকশন কোম্পানির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ       দাগনভূঞায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার       ফেনী ইউনিভার্সিটির উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত       দাগনভূঞায় হাজী আবদুর রব-রুচিয়া ফাউন্ডেশনের ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ       দাগনভূঞায় আধুনিক মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ    
 


কাতারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মোশারফ হোসেন

কাতারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানসিঁড়ি বিএনপি কাতার শাখা।

স্থানীয় সময় শুক্রবার রাতে কাতারের রাজধানী দোহা নাজমা আফগান রেস্টুরেন্টে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কাতার ধানসিঁড়ি বিএনপির সাবেক আহবায়ক শহিদুল হকের সভাপতিত্বে ও দিলীপ কুমার ছোটনের পরিচালনায়।

সভায় বক্তব্য রাখেন, সালেহ আহমদ খোকন, প্রকৌশলী আলীম উদ্দিন, এস এম মোজাম্মেল হক, ইউসুফ সিকদার, এম নুরুজ্জামান, আবু তাহের মিয়াজি, মোকারম আলী চৌধুরী, জসিম উদ্দিন লস্কর প্রমুখ।

সভায় বক্তারা, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তোলে ধরেন ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানসিঁড়ি বিএনপির মেজোরেটি নেতাদের অনাস্থা প্রদান করার পরও সভাপতি ও সাধারণ সম্পাদকের পদে থাকার বৈধতা নিয়ে চ্যালেঞ্জ করেন এবং তাদের অসাংগঠনিক কার্য কালাপের বিরোধিতা করেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করেন

যেন অনতিলম্বে সভাপতি ও সাধারণ সম্পাদকে অপসারণ করে সুন্দর পরিচ্ছন্ন একটি কমিটি গঠন করে অনুমতি প্রদান করার দাবি জানান।

অনুষ্ঠান শেষে কাতার ধানসিঁড়ি বিএনপির সাবেক সভাপতি ইদ্রিস মিয়া চৌধুরী মৃত্যুতে শোক প্রকাশ করে দোয়া মোনাজাত করা হয়।


Top