আজ || সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫
শিরোনাম :
  বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন       যুক্তরাজ্য কৃষক দল শাখার সদস্য সচিব শাহ মো. ইব্রাহিম বাহরাইন আগমন উপলক্ষে সংবর্ধনা প্রদান       বিশ্বে বাংলাদেশকে নতুন মর্যাদা দিলেন ড. ইউনূস: বললেন ইলন মাস্ক       বাহরাইনে আল জিয়ানী সেন্টারের উদ্যোগে ১০তম তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত       ফেনীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লেমুয়ায় মর্মান্তিক দূর্ঘটনায় নিহত ৬,আহত-৯       ফেনীর দাগনভূঞায় পার্টনার ফিল্ড স্কুল ও কৃষক সেবা কেন্দ্রের কার্যক্রম শুরু       ফেনীর দাগনভূঞায় সিদীপ’র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প       আলোকিত বাতশিরি জনকল্যাণ সংস্থার উদ্যোগে বিনামূল্যে মক্তব শিক্ষার উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত       ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্ত আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে গৃহ নির্মাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ    
 


আওয়ামী লীগের কেন্দ্রীয় আইন উপ-কমিটির সদস্য হলেন এডভোকেট কাজী ফয়সল

বিশেষ প্রতিনিধি :

আওয়ামী লীগের কেন্দ্রীয় আইন উপ-কমিটির সদস্য হলেন এডভোকেট কাজী ফয়সল

এডভোকেট কাজি ওয়ালী উদ্দিন (কাজী ফয়সল) বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় আইন বিষয়ক উপ-কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন।

২৭ ডিসেম্বর রবিবার এই কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়।

দীর্ঘ প্রায় এক যুগের বেশী সময় কেন্দ্রীয় যুবলীগের নেতৃত্বে থাকা কাজি ফয়সল ফেনী সদর উপজেলার মাথিয়ারা কাজি বাড়ির প্রবীণ আয়কর আইনজীবী কাজি গোলাম মাইনউদ্দিনের কণিষ্ঠ পুত্র।

কাজী ফয়সল, ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ(এলএবি)-এর বর্তমান প্রেসিডেন্ট। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সদ্য সাবেক কৃষি ও সমবায় কেন্দ্রীয় উপ-কমিটির অন্যতম নেতা, বাংলাদেশ আওয়ামী যুবলীগ (নানক- আজম) কেন্দ্রীয় কমিটির সাবেক পরিক্ষিত ও ত্যাগী নেতা, বাংলাদেশ আওয়ামী আইন ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটি ও ঐতিহ্যবাহী সেন্ট্রাল ল’ কলেজের পরপর ২ বার নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন।

রোটারিয়ান এডভোকেট কাজী ফয়সল, ইয়ুথ জার্নালিস্টস্ ফোরাম বাংলাদেশ (ওয়াইজেএফবি)-এর প্রতিষ্ঠাকালীন উপদেষ্টা, ফেনী ল’ কলেজের প্রতিষ্ঠাতাদের অন্যতম, ফেনীর উন্নয়নের ২০ টি প্রস্তাবনা নিয়ে ২০০২ সালে ‘ফেনীর অতিত- বর্তমান-ভবিষ্যৎ’ শীর্ষক অনুষ্ঠিত সেমিনারের মূল প্রবক্তা তথা লেখক গোষ্ঠী ফেনীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও ফেনী থিয়েটারের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন।

কাজি ফয়সল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ‘মুজিব মানে বাঙলাদেশ’ কাব্যগ্রন্থ এবং জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে ‘সংশপ্তক শেখ হাসিনা’ কাব্যগ্রন্থ দু’টির যৌথ রচিয়েতা।

ব্যাক্তিগত জীবনে ব্যাংকার স্ত্রী তাহমিনা সুক্তা ও দু’সন্তান শাদ ও সামিকে নিয়ে কাজি ফয়সলের সুখের সংসার। কাজি ফয়সলেরা তিনভাই, বড়ভাই কাজি নওফেল সৌদি আরবের জেদ্দা আওয়ামী পরিষদের (আওয়ামী লীগ) সভাপতি ও বাংলাদেশ আওয়ামী তথ্য-প্রয়ুক্তি ফোরামের উপদেষ্টা । মেঝভাই তানভীর আলাদিন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) জাতীয় ডেস্ক সমন্বয়কারী ও বাংলাদেশ আওয়ামী তথ্য-প্রয়ুক্তি ফোরামের প্রেসিডিয়াম মেম্বার, ফেনী সাংবাদিক ফোরাম ঢাকা এবং ইয়ুথ জার্নালিস্টস্ ফোরাম বাংলাদেশ (ওয়াইজেএফবি)-এর সভাপতি।

 


Top