বিশেষ প্রতিনিধি :
সিন্ডিকেট ক্যাডারদের বিরুদ্ধে মামলা করেন
জয়নাল আবেদীন হাজারী
বরাবর
অফিসার ইনচার্জ
ফেনী মডেল থানা,
ফেনী
বিষয়: অভিযোগ।
জয়নাল আবেদীন হাজারী, পিতা-মৃত আবদুল গনী হাজারী, সাং-মাষ্টার পাড়া, থানা- ফেনী সদর, জেলা-ফেনী।
অজ্ঞাতনামা ২৫-৩০ জন আসামী …………………….. অভিযোগকারী
…………………………. আসামীগণ।
১: নাসির উদ্দিন হাজারী (পিটু), সাং-মাষ্টার পাড়া,
২: দিলবার (নাইট গার্ড,
৩: সেলিম (বাবুর্চি
৪: হাবিব (মালি)…… সর্বসাং- হাল মাষ্টার পাড়া, থানা-ফেনী সদর, জেলা-ফেনী ও আরো বহু সাক্ষী আছে।
……… সাক্ষীগণ।
ঘটনার তারিখ- ১৪-০৮-২০২০ ইং রোজ শুক্রবার
ঘটনার সময়- রাত আনুমানিক ২.৩০ ঘন্টা
ঘটনার স্থান- অভিযোগকারীর বসতবাড়ী ও মুজিব উদ্যান।
নিবেদন এই, আমি জয়নাল আবেদীন হাজারী এই মর্মে অভিযোগ করিতেছি যে, গত ১৩-০৮-২০২০ দিবাগত রাত আনুমানিক ২.৩০ ঘন্টার সময় এক দল মুখোশধারী কালো কাপড় পড়া সন্ত্রাসী আমার বসত বাড়ী ও বসত বাড়ীর পাশে মুজিব উদ্যানে ব্যাপক গুলি বর্ষন ও ভাংচুর করে। একই সময়ে তারা মুজিব উদ্যানের ভিতরে প্রবেশ করিয়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি, মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ছবি ও মুজিব উদ্যানের চেয়ারগুলি ভাংচুর করে। এতে আমার কয়েক লক্ষ টাকার ক্ষতি সাধন হয়। পরবর্তীতে পুলিশ ও র্যাব এসে ৫টি বন্দুকের গুলির ঠোসাসহ বেশকিছু আলামত সংগ্রহ করে আমি ভোর বেলা ঢাকা থেকে আমার বাড়ীতে পৌছালে ঘটনার স্বাক্ষী ও উপস্থিত লোকদের কাছ থেকে জানতে পারি। আশা করি বিষয়টি অতি গুরুত্ব সহকারে তদন্ত করিয়া আসামীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করিবেন। আমি শারিরীকভাবে অসুস্থ্য থাকায় অভিযোগটি দায়েরে বিলম্ব হইলো ও আমার একজন সহকারীর মাধ্যমে অভিযোগটি থানায় পাঠালাম। ইতি তাং ১৫-০৮-২০২০ ইং।
নিবেদক
জয়নাল আবেদনী হাজারী
কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য
বাংলাদেশ আওয়ামীলীগ