বিশেষ প্রতিনিধি :
ফেনীর দাগনভূঞাঁ কোরাইশ মুন্সি বাজারে অগ্নিকাণ্ডে ৭টি দোকানের সব মালামাল পুড়ে ছাই
ফেনীর দাগনভূঞাঁ উপজেলার ২নং রাজাপুর ইউনিয়নের কোরাইশ মুন্সি বাজারের কালা মিয়ার মার্কেটে শনিবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে
এতে পায় ৭ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে এবং কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করেছেন স্থানীয়রা।
স্থানীয়দের প্রচেষ্টার কারণে বাজারের কয়েকশ দোকান আগুনের হাত থেকে রক্ষা পায়।
এই উপজেলায় এমন অগ্নিকাণ্ডের ঘটনা একের পর এক ঘটেই যাচ্ছে। অথচ নেই সরকারি কোন ফায়ার সার্ভিস স্টেশন। আগুন লাগলে ফেনী থেকে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছার আগেই পুড়ে যায় সম্পদ।
স্থানীয়রা জানান,আগুন লাগার পর ফেনী থেকে ফায়ার সার্ভিস আসতে এক ঘণ্টা সময় লাগে। সেজন্য অগ্নিকাণ্ডের ঘটনায় পথে বসতে হল অনেক ব্যবসায়ীকে।
বাজারের ব্যবসায়ীরা বলেন, দীর্ঘদিন ধরে তারা দাগনভুঞাঁ উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবি জানিয়ে আসছেন। কিন্তু এখনো কাজ হয়নি। ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় প্রতিবছর কোটি কোটি টাকার সম্পদ পুড়ছে।
জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে কোন ফায়ার স্টেশন স্থাপন হয়নি। দ্রুত একটি ফায়ার স্টেশন স্থাপনের দাবি জানিয়েছেন তারা।
বিস্তারিত আসছে….