নিউজ ডেস্ক
সৌদি আরবগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সব ফ্লাইট আগামী পাঁচ দিনের জন্য স্থগিত করা হয়েছে।গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আজ বৃহস্পতিবার (২০ মে) থেকে শুরু হচ্ছে পাঁচ দিন এই স্থগিতাদেশ।
সৌদি আরব প্রাবাসীদের জন্য হোটেল কোয়ারেন্টাইনসহ বিভিন্ন শর্ত আরোপ করায় বিমান এ সিদ্ধান্ত।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০ মে থেকে ২৪ মে পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সৌদি আরবগামী সব ফ্লাইট স্থগিত থাকবে। এ সময় যাদের সেীদি যাবার কথা ছিল তাদেরকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অফিসে যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে।
যেকোনও তথ্য জানতে বিমানের কল সেন্টার ০১৯৯০৯৯৭৯৯৭ এই নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।