নিজস্ব প্রতিবেদক
সবুজ বাংলাকে আরও সবুজ করতে প্রত্যেককে অন্তত তিনটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সঙ্গে দলের সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নির্দেশনা দেন গাছ লাগানোর পাশাপাশি প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার।
আজ মঙ্গলবার (১৫ জুন) সকালে কৃষকলীগ আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।
এসময় মেয়ে সায়মা ওয়াজেদ হোসেনকে সঙ্গে নিয়ে গণভবন চত্ত্বরে বৃক্ষরোপন করেন প্রধানমন্ত্রী।