আজ || রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
শিরোনাম :
  জনবান্ধব ও পেশাদার ওসি’র আরেক নাম, মোহাম্মদ লুৎফর রহমান       যত দ্রুত নির্বাচন দেবেন, জাতির জন্য তা মঙ্গল,ফেনীতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর       বাংলাদেশ বিজনেস ফোরাম বাহরাইনের উদ্যোগে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত       ফেনীতে আনসার-ভিডিপি’র তিন অফিসারের বিদায় সংবর্ধনা       ফেনীতে সোয়া কোটি টাকার স্বর্নের ১০টি বারসহ গ্রেফতার ১       ফেনী ইউনিভার্সিটি আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে আইন বিভাগের জয়       ফেনীর দাগনভূঞা উপজেলা বৃত্তি ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত       ফেনীর দাগনভূঁঞার ৩নং পূর্বচন্দ্রপুর ইউনিয়ন জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত       কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ২০ কেজি গাঁজাসহ তিনজন আটক       নিখোঁজ মাদ্রাসার ছাত্র ইমাম হোসেন নয়ন এর সন্ধান চায় পরিবার    
 


কুমিল্লায় পল্লী চিকিৎসককে পিস্তল ঠেকিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি

অনলাইন ডেস্ক :

কুমিল্লায় এক পল্লী চিকিৎসকের চেম্বারে ঢুকে প্রকাশ্যে পিস্তল ঠেকিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে সাগর নামের এক ব্যক্তির বিরুদ্ধে। সিসিটিভিতে ধারণকৃত এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই মধ্যে ছড়িয়ে পড়েছে।

রোববার (৮ আগস্ট) তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের শান্তির বাজারে পল্লী চিকিৎসক শামসুল হুদার চেম্বারে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত সাগর উপজেলার শাহপুর গ্রামের মৃত হাবুল মিয়ার ছেলে। তিনি মজিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের চাচাতো ভাই।

ভুক্তভোগী চিকিৎসক সামসুল হুদা গণমাধ্যমকে জানান, শনিবার রাতে তার বাসায় ডাকাতির উদ্দেশ্যে হামলা চালানো হয়। পর প্রতিবেশীরা এগিয়ে আসলে ডাকা পালিয়ে যায়। এর পরের দিন সকালে বিষয়টি স্থানীয় চেয়ারম্যান ফারুক মিয়া সরকারসহ আশপাশের লোকজনকে জানানো হয়। এতে ক্ষিপ্ত হয়ে সাগর তার চেম্বারে গিয়ে পিস্তল বের করে হত্যার হুমকি দেয় ও দুই লাখ টাকা চাঁদা দাবি করে।

এ বিষয়ে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুদিন চন্দ্র দাস জানান, রোববার রাতে ভাইরাল ভিডিওটি নজরে এসেছে। সাগরকে গ্রেপ্তারের অভিযান চলছে।

অভিযুক্ত সাগরের নামে অস্ত্র, চাঁদাবাজি, মাদক ও ছিনতাইসহ মোট ৮টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।


Top