আজ || রবিবার, ২০ এপ্রিল ২০২৫
শিরোনাম :
  বাহরাইনে কূটনৈতিক সম্পর্ক জোরদারে ৫৪-তম স্বাধীনতা দিবসের সংবর্ধনা       ফেনীর দাগনভূঞায় ছোট ফেনী নদীর আড়াআড়ি বাঁধ অপসারণ, জরিমানা       ফেনীর দাগনভূঞায় খামারীদের মাঝে ঘাস কাটার যন্ত্র ও সাইলেজ তৈরির উপকরণ বিতরণ       রাজাপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুণর্মিলনী অনুষ্ঠিত       দাগনভূঞায় জে.কে ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ       সৌদি আরবের সঙ্গে মিল রেখেই বাহরাইনে ঈদুল ফিতর উদযাপন       শ্রমিকদের মাঝে ইফতার বিতরণ করেছেন কুমিল্লা প্রবাসী কল্যান ফোরাম বাহরাইন       বাহরাইনে আদনান গেইট কনস্ট্রাকশন কোম্পানির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ       দাগনভূঞায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার       ফেনী ইউনিভার্সিটির উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন    
 


সিনিয়র সহকারী পুলিশ সুপার থেকে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি পেলেন খালেদ হোসেন

ফেনী প্রতিনিধি :

ফেনী জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সিনিয়র সহকারী পুলিশ সুপার (ডিএসবি) খালেদ হোসেন অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পেয়েছেন৷ গতকাল রবিবার (৮ আগষ্ট) পুলিশ হেডকোয়ার্টার থেকে পদোন্নতির খবর জানানো হয় বলে জানান খালেদ হোসেন।

অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদোন্নতি প্রাপ্ত খালেদ হোসেনকে ফুলেল সংবর্ধনা জানিয়েছেন ফেনী পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী বিপিএম পিপিএম। আজ সোমবার (৯ আগষ্ট) পুলিশ সুপার কার্যালয়ে ফুলেল তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মাঈনুল ইসলাম (পিপিএম বার), অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোহাম্মদ রবিউল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার থোয়াইং অং প্রু সহ জেলা পুলিশের কর্মকর্তারা।

সদ্য অতিরিক্ত পুলিশ সুপার পদোন্নতি প্রাপ্ত খালেদ হোসেন জানান, গতকালই পুলিশ হেডকোয়ার্টার থেকে পদোন্নতির সংবাদটি জেনেছি। কাজের স্বীকৃতি পেলে সবার কাছেই ভালো লাগে, আমার কাছেও এর ব্যাতিক্রম নয়। এ পদোন্নতি আমাকে দায়িত্ব পালনে আরও বেশি উৎসাহ যোগাবে। পদোন্নতির পাওয়ায় শুভেচ্ছার জন্য ফেনীর পুলিশ সুপার ও সকল সহকর্মীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এ পুলিশ কর্মকর্তা।


Top