আজ || শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
শিরোনাম :
  বাহরাইনে কূটনৈতিক সম্পর্ক জোরদারে ৫৪-তম স্বাধীনতা দিবসের সংবর্ধনা       ফেনীর দাগনভূঞায় ছোট ফেনী নদীর আড়াআড়ি বাঁধ অপসারণ, জরিমানা       ফেনীর দাগনভূঞায় খামারীদের মাঝে ঘাস কাটার যন্ত্র ও সাইলেজ তৈরির উপকরণ বিতরণ       রাজাপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুণর্মিলনী অনুষ্ঠিত       দাগনভূঞায় জে.কে ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ       সৌদি আরবের সঙ্গে মিল রেখেই বাহরাইনে ঈদুল ফিতর উদযাপন       শ্রমিকদের মাঝে ইফতার বিতরণ করেছেন কুমিল্লা প্রবাসী কল্যান ফোরাম বাহরাইন       বাহরাইনে আদনান গেইট কনস্ট্রাকশন কোম্পানির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ       দাগনভূঞায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার       ফেনী ইউনিভার্সিটির উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন    
 


দুর্গোৎসব উপলক্ষে হিন্দু মহাজোট আল নাঈম বাহরাইন শাখার উদ্যোগে প্রস্তুতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাহরাইন প্রতিনিধি :

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট আল নাঈম বাহরাইন শাখার উদ্যোগে ৪র্থ বর্ষ আসন্ন শ্রী শ্রী শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত ৯ টায় বাহরাইন স্থানীয় আল বুরহামা নামক বাংলাদেশ এম্বাসি সংলগ্ন কৃষ্ণ মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠান টির আয়োজন করা হয়।

পূজা কমিটির সভাপতি অবিনাশ পালের সভাপতিত্ব ও বিষ্ণুপদ দেবের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সভায় পূজা কমিটির প্রধান উপদেষ্টা সুকুমার যীশু (হিন্দুরত্ন)। প্রধান বক্তা ছিলেন হিন্দু মহাজোটের সভাপতি বকুল সূএধর, প্রধান আলোচকঃ ছিলেন পূজা কমিটির মহাসচিব বাবু দুলাল দাশ বিশেষ অতিথি ছিলেন পূজা কমিটির সাংগঠনিক সম্পাদন অনুকুল দেব নাথ, বিধান মজুমদার মানিক সরকার, পলাশ দাস, রাজীব চক্রবর্তী, সুকেশ দেব নাথ, অসীম দেব নাথ, হরিপদ রাজবংশী,তপন রাজ বংশী, মহেশ সূএধর দিপংঙ্কর সূএধর সুবাস পাল নিবাস দেব নাথ, বাসুদেব দাশ, রামানন্দ দাশ প্রান বিশ্বাস, ঝন্টু শীল

আরো উপস্থিত ছিলেন, রাজন পাল, দিপক দাশ, ছোটন দেবনাথ, রাহুল দেবনাথ, জহরলাল দাশ, রাম কৃষ্ণ চক্রবর্তী, সুজন সুএধর, নান্টু চক্রবর্তী, কুটন সূএধর, বাসুদেব, বাবুল পাল, কমল সূএদর, অপূর্ব দেব নাথ, সন্তোষ দাশ, সংকর দাশ, বাপ্পন সূএধর প্রমুখ।


Top