আজ || শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
শিরোনাম :
  বাহরাইনে কূটনৈতিক সম্পর্ক জোরদারে ৫৪-তম স্বাধীনতা দিবসের সংবর্ধনা       ফেনীর দাগনভূঞায় ছোট ফেনী নদীর আড়াআড়ি বাঁধ অপসারণ, জরিমানা       ফেনীর দাগনভূঞায় খামারীদের মাঝে ঘাস কাটার যন্ত্র ও সাইলেজ তৈরির উপকরণ বিতরণ       রাজাপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুণর্মিলনী অনুষ্ঠিত       দাগনভূঞায় জে.কে ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ       সৌদি আরবের সঙ্গে মিল রেখেই বাহরাইনে ঈদুল ফিতর উদযাপন       শ্রমিকদের মাঝে ইফতার বিতরণ করেছেন কুমিল্লা প্রবাসী কল্যান ফোরাম বাহরাইন       বাহরাইনে আদনান গেইট কনস্ট্রাকশন কোম্পানির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ       দাগনভূঞায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার       ফেনী ইউনিভার্সিটির উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন    
 


ফেনীর সোনাগাজীতে ৭কোটি টাকা ব্যায়ে নির্মিত হলো মাওলানা ঘাট সেতু,উদ্বোধন করেন মাসুদ উদ্দিন চৌধূরী

ফেনী প্রতিনিধি :

ফেনীর সোনাগাজীতে ৭কোটি টাকা ব্যায়ে নির্মিত হলো মাওলানা ঘাট সেতু,উদ্বোধন করেন মাসুদ উদ্দিন চৌধূরী


ফেনীর সোনাগাজীতে প্রায় সাত কোটি টাকা ব্যয়ে ছোট ফেনী নদীর উপর নির্মিত মাওলানা আব্দুল আউয়াল ঘাট সেতুর উদ্বোধন করেছেন ফেনী-৩ আসন এর সাংসদ ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার মাসুদ উদ্দিন চৌধূরী।

(২৩ আগষ্ট) রোববার বিকালে সেতু উদ্বোধনকালে তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। ভিশন ২০৪১ সালে বাংলাদেশ উন্নত রাষ্ট্র হিসেবে বিশ্বের বুকে স্থান পাবে। উন্নয়নের অংশিদার হিসেবে সবাইকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।এসময় আমিরাবাদ ইউপি চেয়ারম্যান জহিরুল আলম। মজলিশপুর ইউপি চেয়ারম্যান এমএ হোসেন। বগাদানা ইউপি চেয়ারম্যান ইসহাক খোকন।যুবলীগ নেতা আনোয়ার খায়ের উপস্থিত ছিলেন।জানাযায়,স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে এলবিসি প্রকল্পের আওতায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স নূরনবী এন্ড হক ট্রেডার্স জেবি সোনাগাজী উপজেলার চর মজলিশপুর ইউনিয়নের মজলিশপুর ঈদগাহ টু ছোট ফেনী নদী ভায়া মাওলানা পাড়া মসজিদ রোডের ৯১০ মিটার চেইনেজে মাওলানা আব্দুল আউয়াল ঘাটের ছোট ফেনী নদীর উপর ৯৬ মিটার পিসি গার্ডার সেতুর নির্মান কাজ সম্পন্ন করেছে।৬ কোটি ৮৪ লাখ ৯১ হাজার ৪৭৮ টাকা ব্যয়ে নির্মিত সেতুর কাজের মেয়াদকাল ছিল ১ বছর ৬ মাস। ঠিকাদারী প্রতিষ্ঠান নির্দিষ্ট সময়ের পূর্বেই কাজটি সম্পন্ন করেছে। এতে করে দীর্ঘ দিনের ভোগান্তি থেকে মুক্তি মিলেছে দুটি ইউনিয়নের মানুষদের।এর আগে সংসদ মাসুদ উদ্দিন চৌধুরী দুপুর ২টায় ১নং চর মজলিশপুর ইউনিয়ন জাতীয় পাটির সভাপতি সাংবাদিক এম এ তাহেরের বাড়িতে গেলে এমপি কে ফুল দিয়ে ভরন করে নেন সাংবাদিক এম এ তাহের।এসময় ফেনী ৩ আসনের সংসদ লেপটেন জেনারেল অব মাসুদ উদ্দিন চৌধুরী সাংবাদিক এম এ তাহেরের বাড়িতে নেতা কমীদের নিয়ে দুপুরে লাঞ্চ করেন।


Top