আজ || শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
শিরোনাম :
  বাহরাইনে কূটনৈতিক সম্পর্ক জোরদারে ৫৪-তম স্বাধীনতা দিবসের সংবর্ধনা       ফেনীর দাগনভূঞায় ছোট ফেনী নদীর আড়াআড়ি বাঁধ অপসারণ, জরিমানা       ফেনীর দাগনভূঞায় খামারীদের মাঝে ঘাস কাটার যন্ত্র ও সাইলেজ তৈরির উপকরণ বিতরণ       রাজাপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুণর্মিলনী অনুষ্ঠিত       দাগনভূঞায় জে.কে ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ       সৌদি আরবের সঙ্গে মিল রেখেই বাহরাইনে ঈদুল ফিতর উদযাপন       শ্রমিকদের মাঝে ইফতার বিতরণ করেছেন কুমিল্লা প্রবাসী কল্যান ফোরাম বাহরাইন       বাহরাইনে আদনান গেইট কনস্ট্রাকশন কোম্পানির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ       দাগনভূঞায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার       ফেনী ইউনিভার্সিটির উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন    
 


বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট বাহরাইন শাখার উদ্যোগে কালীপূজা উপলক্ষে পুনর্মিলনী অনুষ্ঠিত

মো.স্বপন মজুমদার

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট বাহরাইন শাখার উদ্যোগে কালীপূজা উপলক্ষে পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

হিন্দু সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব কালী পূজ উপলক্ষে পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট বাহরাইন শাখা

(৪ নভেম্বর) বৃহস্পতিবার দেশটির হামালায় রুমি সুইমিংপুলের হলরুমে রাত ৯টায় এই উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়

সভায় আয়োজক কমিটির মধ্যে উপস্থিত ছিলেন পূজা কমিটির সভাপতি অভিনাশ পাল,

পূজা কমিটির প্রধান উপদেষ্টা সুকুমার যিশু,

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট বাহরাইন শাখার সভাপতি বকুল সূত্রধর,

পূজা কমিটির সাধারণ সম্পাদক বাবু দুলাল দাশ,

বিষ্ণুপদ দেব,

বিধান মজুমদার,

অনুকুল দেব নাথ,

উত্তম পবু,

রুপম পাল সহ কমিটির নেতৃবৃন্দ।

এসময় আরো উপস্থিত ছিলেন লিন্নাস মেডিকেল সেন্টারের মাইক্রোবায়োলোজিস্ট ল্যাব ইনচার্জ নজরুল ইসলাম নাহিদ

এসময় পূজা মণ্ডপে আসা সকল শ্রেণীর পেশার এবং আগত পূজার দর্শনার্থীদের ফ্রী স্বাস্থ্য সেবা ক্যাম্প পরিচালনা করেন

বাংলাদেশি মালিকানাধীন একমাত্র চিকিৎসা প্রতিষ্ঠান লিন্নাস মেডিকেল সেন্টার

পরে সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন পূজা কমিটির নেতৃবৃন্দ।

এসময় বক্তারা বলেন একটি স্বার্থান্বেষী মহল দুরভিসন্ধিমূলকভাবে কুমিল্লার পূজামণ্ডপের ঘটনা ঘটিয়েছে। এরপর বিভিন্ন জায়গায় মণ্ডপে ভাঙচুর, আগুন দেওয়া, বাড়িঘরে হামলা, সনাতন ধর্মাবলম্বীদের পিটিয়ে আহত করার মতো ঘটনা ঘটেছে।

হিন্দু পরিবারগুলোতে হামলা ও নির্যাতনের ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান।


Top