আজ || রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
শিরোনাম :
  জনবান্ধব ও পেশাদার ওসি’র আরেক নাম, মোহাম্মদ লুৎফর রহমান       যত দ্রুত নির্বাচন দেবেন, জাতির জন্য তা মঙ্গল,ফেনীতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর       বাংলাদেশ বিজনেস ফোরাম বাহরাইনের উদ্যোগে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত       ফেনীতে আনসার-ভিডিপি’র তিন অফিসারের বিদায় সংবর্ধনা       ফেনীতে সোয়া কোটি টাকার স্বর্নের ১০টি বারসহ গ্রেফতার ১       ফেনী ইউনিভার্সিটি আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে আইন বিভাগের জয়       ফেনীর দাগনভূঞা উপজেলা বৃত্তি ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত       ফেনীর দাগনভূঁঞার ৩নং পূর্বচন্দ্রপুর ইউনিয়ন জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত       কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ২০ কেজি গাঁজাসহ তিনজন আটক       নিখোঁজ মাদ্রাসার ছাত্র ইমাম হোসেন নয়ন এর সন্ধান চায় পরিবার    
 


বাংলাদেশ সোসাইটি ও বাহরাইনের ব্যাটেলকোর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত

মো.স্বপন মজুমদার:

বাহরাইন সরকারকর্তৃক অনুমোদিত সামাজিক সংগঠন বাংলাদেশ সোসাইটি ও বাহরাইনের সর্ববৃহৎ টেলিকমিউনিকেশন কোম্পানি (ব্যাটেলকোর) মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

শুক্রবার বিকেল ৪ টায় দেশটির রাজধানী মানামায় ব্যাটেলকো টাওয়ারের ইনোভেশন সেন্টারে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তি অনুযায়ী দুটি কোম্পানি বাহরাইনের বাংলাদেশী প্রবাসীদের কল্যানে বিভিন্ন প্রকল্প যেমন বীমা, সল্পমূল্যে ইন্টারনেট প্যাকেজ ও ইন্টারন্যাশনাল কলিং সুবিধা, বিভিন্ন হসপিটালের বিশেষ ডিসকাউন্ট, অনলাইন নিউজ ডেস্ক গঠন সহ বিভিন্ন কার্যক্রম যৌথ ভাবে করতে অঙ্গীকারবদ্ধ হয়।

চুক্তি অনুযায়ী দুপক্ষের মধ্যে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন ইঞ্জিনিয়ার আসিফ আহমেদ

ও বেটেলকোর সেলস ম্যানেজার নওয়েল সিলভেইরা ।

অনুষ্ঠানের প্রধান অতিথি দূতাবাসের শ্রম কাউন্সিলার মো. মাহফুজুর রহমানের উপস্থিতিতে বাংলাদেশ সোসাইটির সভাপতি ইঞ্জিনিয়ার আসিফ আহমেদ ও বেটেলকোর সেলস ডিরেক্টর নিকলাস নেইলসেন চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কুল বাহরাইন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মইজ চৌধুরী, বাংলাদেশ বিজনেস কমিউনিটি বাহরাইনের উপদেষ্টা ফয়সাল মাহমুদ চৌধুরী, সোসাইটির সহ সভাপতি মাজহারুল হক নয়ন,

স্কুলের প্রধান শিক্ষক আরুন নাইর, ড. শাহ আলম, আলাউদ্দিন নুর, আবুল বাশার, মোতালেব বি এস এল।

সাবের আহমেদ, আলাউদ্দিন আহমেদ, বকুল সূত্রধর,নজরুল ইসলাম নাহিদ, হাশেম রানা, মো.ইসরাফিল,

ফাইজা আহমেদ ও ইসমাইল সহ সোসাইটি ও ব্যাটেলকো কোম্পানির অন্যান্য কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


Top