আজ || রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
শিরোনাম :
  জনবান্ধব ও পেশাদার ওসি’র আরেক নাম, মোহাম্মদ লুৎফর রহমান       যত দ্রুত নির্বাচন দেবেন, জাতির জন্য তা মঙ্গল,ফেনীতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর       বাংলাদেশ বিজনেস ফোরাম বাহরাইনের উদ্যোগে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত       ফেনীতে আনসার-ভিডিপি’র তিন অফিসারের বিদায় সংবর্ধনা       ফেনীতে সোয়া কোটি টাকার স্বর্নের ১০টি বারসহ গ্রেফতার ১       ফেনী ইউনিভার্সিটি আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে আইন বিভাগের জয়       ফেনীর দাগনভূঞা উপজেলা বৃত্তি ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত       ফেনীর দাগনভূঁঞার ৩নং পূর্বচন্দ্রপুর ইউনিয়ন জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত       কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ২০ কেজি গাঁজাসহ তিনজন আটক       নিখোঁজ মাদ্রাসার ছাত্র ইমাম হোসেন নয়ন এর সন্ধান চায় পরিবার    
 


বাহরাইনে বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে এক বিশাল ইসলামিক কনফারেন্স অনুষ্ঠিত

বাহরাইনে বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে এক বিশাল ইসলামিক কনফারেন্স অনুষ্ঠিত।

বাহরাইনে বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে এক বিশাল ইসলামিক কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দেশটির মোহাররক শহরের আল ইসলাহ অডিটোরিয়ামে স্থানীয় সময় রাত ৯ টায় বাংলাদেশ স্কুল বাহরাইনের চেয়ারম্যান মোহাম্মদ মুইজ চৌধুরীর সভাপতিত্বে ও তাজ উদ্দিন সিকান্দার এবং মো. সালাউদ্দীন আহমেদের যৌথ সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা শেখ শাহ মোহাম্মাদ ওয়ালি উল্লাহ, শরীয়া সুপারভাইজরী বোর্ড চেয়ারম্যান এনআরবি কমার্শিয়াল ব্যাংক।

গেস্ট অব অনার ছিলেন বিশিষ্ট অর্থনীতিবিধ প্রফেসর ড. এম. কবির হাসান।

বিশেষ অতিথি ছিলেন, ড. ওমর ফারুক, খন্দকার আশরাফ উদ্দিন, বাংলাদেশ দূতাবাসের থার্ড সেক্রেটারি মো. তাছির উদ্দিন, ইঞ্জি. বদরুল আলম, ড. এম. শাহেদুল ইসলাম, মাজহারুল হক নয়ন, এম. এ হাসেম, আবুল কালাম আজাদ, আইনুল হক, কায়েস আহমেদ, আলাউদ্দীন আহমেদ, জয়নাল আবেদীন, জসিম উদ্দিন সহ আরো উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় দলের নেতৃবৃন্দ ও সাংবাদিক নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের তাৎক্ষণিক
পুরুষ্কার প্রদান করেন তাজউদ্দীন সিকান্দার। এসময় ইসলামী সংগীত ও হামদ নাথ পরিবেশন করা হয়।

প্রাধান বক্তা তার বক্তব্যে দায়ী ইলাল্লাহর গুরুত্ব তুলে ধরেন এবং ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি ইসলামের সঠিক বিধিনিষেধ মেনে চলার উদাত্ত আহ্বান জানান এবং উপস্থিত নানা প্রশ্নের জবাব দেন।

আয়োজক বৃন্দরা বলেন, ভবিষ্যতে যেন বাংলাদেশ কমিউনিটি উদ্দীপনার সাথে এই ধরনের ইসলামিক কনফারেন্স আয়োজন করতে পারে বলে তার আশাবাদ ব্যক্ত করেন।

পরিশেষে দেশ ও জাতির কল্যান কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


Top