আজ || রবিবার, ০৬ এপ্রিল ২০২৫
শিরোনাম :
  রাজাপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুণর্মিলনী অনুষ্ঠিত       দাগনভূঞায় জে.কে ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ       সৌদি আরবের সঙ্গে মিল রেখেই বাহরাইনে ঈদুল ফিতর উদযাপন       শ্রমিকদের মাঝে ইফতার বিতরণ করেছেন কুমিল্লা প্রবাসী কল্যান ফোরাম বাহরাইন       বাহরাইনে আদনান গেইট কনস্ট্রাকশন কোম্পানির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ       দাগনভূঞায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার       ফেনী ইউনিভার্সিটির উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত       দাগনভূঞায় হাজী আবদুর রব-রুচিয়া ফাউন্ডেশনের ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ       দাগনভূঞায় আধুনিক মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ    
 


বাহরাইনে প্রবাসী বাংলাদেশিদের উদ্যেগে ইসলামিক কনফারেন্স ২০২৩ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:

বাহরাইনে প্রবাসী বাংলাদেশিদের উদ্যেগে ইসলামিক কনফারেন্স ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দেশটির হামাদ টাউন শহরের আয়েশা মসজিদে পবিএ কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।


অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আয়েশা মসজিদের ইমাম ইরফান সাদিক।

অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ স্কুলের সিনিয়র শিক্ষক মো. মুছাদ্দেকুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য পেশ করেন
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের শরীয়াহ বোর্ডের চেয়ারম্যান ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আরবি বিভাগের প্রফেসর ড. গিয়াস উদ্দিন তালুকদার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য পেশ করেন মুফতি ইউসুফ সুলতান (CSAA) প্রতিষ্ঠাতা ,আদল এডভাইজারি মালেশিয়া, সহকারী প্রতিষ্ঠাতা IFA কনসাল্টেন্সি বাংলাদেশ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বুড়ি মসজিদের ইমাম আলী হুসাইন।

বিশেষ অতিথি হিসেবে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করেন প্রফেসর ডঃ আব্দুস সামাদ আজাদ, মেম্বার সেক্রেটারি, শারিয়াহ সুপারভাইজারি, ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেড।

প্রধান বক্তা তার বক্তব্যে রিজক ও তাকওয়া অর্জনের গুরুত্ব তুলে ধরেন এবং ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি ইসলামের সঠিক বিধিনিষেধ মেনে চলার উদাত্ত আহ্বান জানিয়েছেন।

২য় বক্তা মুফতি ইউসুফ সুলতান হালাল ও হারাম রিজকের পার্থক্য তুলে ধরেন। সবাইকে হালাল রিজক অর্জনের জন্য আহবান জানান।

উনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গাল্ফ ইউভার্সিটির প্রফেসর ড. ওমর ফারুক, বাংলাদেশ বিজনিস ফোরামের সভাপতি আইনুল হক, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, WeCare এর প্রধান সবুজ মিলন, বাংলাদেশ সমাজের সাধারণ সম্পাদক এম এ হাসেম।

এবি পার্টির কেন্দ্রীয় সহকারী সদস্য সচিব ড.এম. শাহেদুল ইসলাম সহ বিভিন্ন সমাজিক,

রাজনৈতিক ও ধর্মীয় দলের নেতৃবৃন্দ ও প্রবাসী ধর্মপ্রাণ মুসলিয়ানে কেরাম।

আলোচনা শেষে দেশ জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


Top