আজ || রবিবার, ২০ এপ্রিল ২০২৫
শিরোনাম :
  বাহরাইনে কূটনৈতিক সম্পর্ক জোরদারে ৫৪-তম স্বাধীনতা দিবসের সংবর্ধনা       ফেনীর দাগনভূঞায় ছোট ফেনী নদীর আড়াআড়ি বাঁধ অপসারণ, জরিমানা       ফেনীর দাগনভূঞায় খামারীদের মাঝে ঘাস কাটার যন্ত্র ও সাইলেজ তৈরির উপকরণ বিতরণ       রাজাপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুণর্মিলনী অনুষ্ঠিত       দাগনভূঞায় জে.কে ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ       সৌদি আরবের সঙ্গে মিল রেখেই বাহরাইনে ঈদুল ফিতর উদযাপন       শ্রমিকদের মাঝে ইফতার বিতরণ করেছেন কুমিল্লা প্রবাসী কল্যান ফোরাম বাহরাইন       বাহরাইনে আদনান গেইট কনস্ট্রাকশন কোম্পানির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ       দাগনভূঞায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার       ফেনী ইউনিভার্সিটির উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন    
 


ফেনীর দাগনভূঞায় দুগ্ধ উৎপাদন বিষয়ে খামারীদের সাথে দিনব্যাপি প্রশিক্ষণ

দাগনভূঞা প্রতিনিধি:

ফেনীর দাগনভূঞা উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর উদ্যোগে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় উপজেলার মাতুভূঞা ইউনিয়নের দুগ্ধউৎপাদন খামারীদের সাথে বৃহস্পতিবার দিনব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সুজন কান্তি শর্মা খামারীদের সাথে ডেইরি ভ্যালু চেইন, ডেইরি উৎপাদন ও পালন ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এছাড়াও খামারীদের সাথে ডেইরি মৌসুমী ক্যালেন্ডারের গুরুত্ব সম্পর্কে প্রশিক্ষন দেন। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জানান, মৌসুমী ক্যালেন্ডার তৈরির মাধ্যমে খামারীরা সারাবছর ধরে পশুপালন সংক্রান্ত কী কী ঝুঁকির সম্মুখীন হতে হয় তা চিহ্নিত করতে পারবেন এবং ঝুঁকি মোকাবিলার জন্য কর্মপরিকল্পনা তৈরি করতে পারবেন। এসময় দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত আবদুল্লাহ আল মামুন, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা, লাইভস্টক ফিল্ড এ্যসিস্ট্যান্ট (এলএফএ), লাইভস্টক সার্ভিস প্রোভাইডার (এলএসপি)সহ দপ্তরের অন্যান্যরা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে ৩৭ জন খামারী অংশ নেয়।


Top