আজ || রবিবার, ২০ এপ্রিল ২০২৫
শিরোনাম :
  বাহরাইনে কূটনৈতিক সম্পর্ক জোরদারে ৫৪-তম স্বাধীনতা দিবসের সংবর্ধনা       ফেনীর দাগনভূঞায় ছোট ফেনী নদীর আড়াআড়ি বাঁধ অপসারণ, জরিমানা       ফেনীর দাগনভূঞায় খামারীদের মাঝে ঘাস কাটার যন্ত্র ও সাইলেজ তৈরির উপকরণ বিতরণ       রাজাপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুণর্মিলনী অনুষ্ঠিত       দাগনভূঞায় জে.কে ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ       সৌদি আরবের সঙ্গে মিল রেখেই বাহরাইনে ঈদুল ফিতর উদযাপন       শ্রমিকদের মাঝে ইফতার বিতরণ করেছেন কুমিল্লা প্রবাসী কল্যান ফোরাম বাহরাইন       বাহরাইনে আদনান গেইট কনস্ট্রাকশন কোম্পানির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ       দাগনভূঞায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার       ফেনী ইউনিভার্সিটির উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন    
 


দাগনভূঞায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্র

আবদুল্লাহ আল মামুন:
স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক দিন ব্যাপী সেমিনার ও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে ও দাগনভূঞা উপজেলা প্রশাসন এবং বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) এর বাস্তবায়নে সোমবার (২৯ মে) সকালে দাগনভূঞা একাডেমি হলরুমে এ সেমিনারের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার তানিয়া এর সভাপতিত্বে ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ নাসিম উদ্দিন পাটোয়ারী এর সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবীর রতন। স্বাগত বক্তব্য রাখেন সেমিনারের প্রধান আলোচক বিসিএসআইআর এর সিনিয়র সায়েন্টিফিক অফিসার ড. মোঃ নাজিম উদ্দিন। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ শাহিন মুন্সী, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা: সুজন কান্তি শর্মা, দাগনভূঞা একাডেমির প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান ও দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবদুল্লাহ আল মামুন প্রমুখ। এসময় সাংবাদিক, শিক্ষক শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

সেমিনারে সয়াবিন হতে সয়ামিল্ক প্রস্তুতকরণ বিষয়ক উপর বিশদ আলোচনা করেন বিসিএসআইআর এর সিনিয়র সায়েন্টিফিক অফিসার ড. মোঃ নাজিম উদ্দিন ও টিস্যু কালচারের মাধ্যমে বাণিজ্যিকভাবে উৎপাদিত উদ্ভিদসমূহ টিস্যু কালচার পদ্ধতিতে চারাগাছ তৈরীসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন বিসিএসআইআর গবেষক ঢাকা এর রিসার্চ কেমিষ্ট মোহাম্মদ মহি উদ্দিন।

দাগনভূঞা একাডেমি হলরুমে প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন দপ্তর ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ ১৯টি স্টলে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযু্িক্তর বিভিন্ন বিষয় প্রদর্শন করা হয়। সেমিনারের অতিথিরা এবং শিক্ষার্থীরা স্টল পরিদর্শন করেন। শেষে উপজলা প্রশাসনের পক্ষ থেকে মেলায় অংশগ্রহণকারীদের মাঝে ক্রেষ্ট প্রদান করা হয়। প্রদর্শনীতে আসা শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেছে। এধরনের প্রদর্শনীতে অনেক কিছু জানতে সাহায্য করে।


Top