আজ || রবিবার, ২০ এপ্রিল ২০২৫
শিরোনাম :
  বাহরাইনে কূটনৈতিক সম্পর্ক জোরদারে ৫৪-তম স্বাধীনতা দিবসের সংবর্ধনা       ফেনীর দাগনভূঞায় ছোট ফেনী নদীর আড়াআড়ি বাঁধ অপসারণ, জরিমানা       ফেনীর দাগনভূঞায় খামারীদের মাঝে ঘাস কাটার যন্ত্র ও সাইলেজ তৈরির উপকরণ বিতরণ       রাজাপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুণর্মিলনী অনুষ্ঠিত       দাগনভূঞায় জে.কে ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ       সৌদি আরবের সঙ্গে মিল রেখেই বাহরাইনে ঈদুল ফিতর উদযাপন       শ্রমিকদের মাঝে ইফতার বিতরণ করেছেন কুমিল্লা প্রবাসী কল্যান ফোরাম বাহরাইন       বাহরাইনে আদনান গেইট কনস্ট্রাকশন কোম্পানির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ       দাগনভূঞায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার       ফেনী ইউনিভার্সিটির উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন    
 


ফেনীর দাগনভূঞায় নানা আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

আবদুল্লাহ আল মামুন:
জেন্ডার সমতাই শক্তি: নারী ও কন্যাশিশুর মুক্তি উচ্চারণে হোক, পৃথিবীর অবারিক সম্ভাবনার দ্বার উন্মোচন প্রতিপাদ্যে দাগনভূঞায় বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপিত হয়েছে।

মঙ্গলবার (১১ জুলাই) সকালে দিবসটি উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

এর আগে উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও পরিবার পরিকল্পনা কার্যালয় কর্তৃক আয়োজিত একটি র‌্যালি উপজেলার বিভিন্ন সড়ক পদক্ষিন করে। পরে উপজেলা অফিসার্স ক্লাব হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ নাসিম উদ্দিন পাটোয়ারী এর সভাপতিত্বে ও পরিচালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার তানিয়া। বিশেষ অতিথি ছিলেন মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) ডাঃ মনজুর মোর্শেদ রিপন, দাগনভূঞা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ শুভাশিস রায়, দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত আবদুল্লাহ আল মামুন, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক (সিনিয়র) কুলছুম আক্তার এবং  উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার মোঃ মহসিন প্রমুখ। এসময়

পরে দিবসটি উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে অবদান রাখায় ৪ জন পরিবার পরিকল্পনাকর্মীকে বিশেষ সম্মামনা দেওয়া হয় ও শ্রেষ্ঠ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র হিসেবে জায়লস্কর মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়। পরিবার পরিকল্পনা বিভাগে বিশেষ অবদানের জন্য উপজেলার শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান নির্বাচিত করা হয় জায়লস্কর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশীদ মিলনকে। তার পক্ষে সম্মাননা স্মারক গ্রহণ করেন প্যানেল চেয়ারম্যান জসিম উদ্দিন।


Top