বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে শেখ রাসেলের ৬০তম জন্মবার্ষিকী উদযাপন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬০তম জন্মবার্ষিকী ও ‘শেখ রাসেল দিবস উদযাপন করেছে বাংলাদেশ দূতাবাস বাহরাইন।
বুধবার স্থানীয় সময় বিকেল ৪ টায় দূতাবাস প্রাঙ্গণে
বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স এ কে এম মহিউদ্দিন কায়েছের সভাপতিত্বে ও দূতাবাসের তৃতীয় সচিব মো. তাছির উদ্দিনের পরিচালনায় মো. শাহ রিয়ার পবিত্র কোরআন তেলোওয়াত এর মধ্যদিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
এরপর শেখ রাসেল দিবস উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয় এবং শেখ রাসেলের উপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দূতাবাসের প্রথম সচিব ইলিয়াছুর রহমান সহ দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী এবং বাংলাদেশ কমিউনিটির নেতারা।
অনুষ্ঠানে শেখ রাসেলসহ বঙ্গবন্ধু ও তার পরিবারের সব শহীদদের রুহের মাগফেরাত কামনা
এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।