মো.স্বপন মজুমদার:
বাংলাদেশের মহান বিজয় দিবস এবং বাহরাইনের জাতীয় দিবস উপলক্ষে “বহির্বিশ্ব আমরা জিয়ার সেনা” সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার স্থানীয় সময় রাত ৯ টায় দেশটির রাজধানী মানামা কিউই রেষ্টুরেন্টের হল রুমে পবিত্র কোরআন তেলোওয়াত এর মধ্যদিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় সংগঠনের বাহরাইন প্রতিনিধি মো. জনি চৌধুরীর সভাপতিত্বে
ও বিএনপি বাহরাইন কেন্দ্রিয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. সেলিম হোসেন এর পরিচালনায়।
সভায় প্রধান অতিথি ছিলেন বাহরাইন বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মো. আক্তারুজ্জামান মিয়া।
গেষ্ঠ অব অনার ছিলেন বিএনপি’র সাবেক সহ সভাপতি মো. নুরে আলম।
প্রধান বক্তা ছিলেন যুবনেতা মো. আলাউদ্দিন গাজী।
শুভেচ্ছা বক্তব্য রাখেন যুবনেতা মো. আলমগীর হোসেন।
বিশেষ অতিথি ছিলেন বিএনপি’র সাবেক সহ সভাপতি মো. আবুল হোসেন ভুঁইয়া, মো. আকবর আলী, মো. নওশাদ আলী, মো. মিজানুর রহমান, মো. ইব্রাহিম খলিল,
মো. আব্দুল আলীম, মো. মাকুদ আলম, মো. আলমগীর ভুঁইয়া সহ বাহরাইন বিএনপি’র বিভিন্ন আনচলিক শাখার ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।
সভা শেষে মহান মুক্তিযুদ্ধের শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।