আজ || শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
শিরোনাম :
  বাহরাইনে কূটনৈতিক সম্পর্ক জোরদারে ৫৪-তম স্বাধীনতা দিবসের সংবর্ধনা       ফেনীর দাগনভূঞায় ছোট ফেনী নদীর আড়াআড়ি বাঁধ অপসারণ, জরিমানা       ফেনীর দাগনভূঞায় খামারীদের মাঝে ঘাস কাটার যন্ত্র ও সাইলেজ তৈরির উপকরণ বিতরণ       রাজাপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুণর্মিলনী অনুষ্ঠিত       দাগনভূঞায় জে.কে ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ       সৌদি আরবের সঙ্গে মিল রেখেই বাহরাইনে ঈদুল ফিতর উদযাপন       শ্রমিকদের মাঝে ইফতার বিতরণ করেছেন কুমিল্লা প্রবাসী কল্যান ফোরাম বাহরাইন       বাহরাইনে আদনান গেইট কনস্ট্রাকশন কোম্পানির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ       দাগনভূঞায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার       ফেনী ইউনিভার্সিটির উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন    
 


ফেনীর দাগনভূঞায় হরতালের সমর্থনে বিএনপির মিছিল

দাগনভূঞা প্রতিনিধি:

বিএনপির ডাকা হরতালের সমর্থনে দাগনভূঞায় বিক্ষোভ মিছিল করা হয়েছে। ফেনী জেলা ছাত্রদলের সহ-সভাপতি কাজী জামশেদুর রহমান ফটিক এর নেতৃত্বে মিছিলটি করেছে যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকালে দাগনভূঞা বাজারের বসুরহাট রোড থেকে মিছিলটি শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফেনী রোডে গিয়ে শেষ হয়।

মিছিল থেকে সরকারের পদত্যাগ চেয়ে হরতালের সমর্থনে নানা স্লোগান দেন নেতাকর্মীরা।

জেলা ছাত্রদলের সহ সভাপতি কাজী জামশেদুর রহমান ফটিক জানান, আমরা হরতালের সমর্থনে মিছিল করেছি। অবৈধভাবে একতরফা নির্বাচনের যে চেষ্টা হচ্ছে, তা কোনোদিন সফল হবে না।

জনগণ আজ এই সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করতে শিখেছে। তারা রাজপথে নেমে এসেছে। জনগণকে নিয়ে এ সরকারের পদত্যাগ না ঘটিয়ে বিএনপি নেতাকর্মীরা রাজপথ ছাড়বে না। সব কারাবন্দি নেতাদের মুক্তি, জামিন এবং অবিলম্বে নেতাকর্মীদের গ্রেপ্তার ও হয়রানি অভিযান বন্ধের দাবি জানাই।


Top