মো.স্বপন মজুমদার:
ফেনী ইউনিভার্সিটির সকল বিভাগের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ মার্চ) ফেনী ইউনিভার্সিটির প্রাঙ্গনে পবিত্র কোরআন তেলোওয়াত এর মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়।
ফেনী ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম জামালউদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সফিকুল রিদওয়ান আরমান সাকিল।
প্রধান অতিথির বক্তব্যে তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, বিশ্ববিদ্যালয়ের অর্নাসের এই চার বছর একটা শিক্ষার্থীর জীবন গঠনের অন্যতম ভূমিকা পালন করে। পরিশেষে তিনি নবীন শিক্ষার্থীদের স্বাগতম জানান।
বিশেষ অতিথির বক্তব্যে ট্রাস্টি বোর্ডের সদস্য সচিব ড. এ এস এম টি উল্লাহ চৌধুরী বায়েজিদ নবীন শিক্ষার্থীদের স্বাগতম জানান।
সভাপতির বক্তব্যে ভাইস চ্যান্সেলর নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন, শিক্ষা জ্ঞান লাভের একটি প্রক্রিয়া। নবীন শিক্ষার্থীরা সকল ক্ষেত্রে শৃঙ্খলার সঙ্গে সময়ানুবর্তিতা মেনে চলবে এটা একান্ত প্রত্যাশিত।
আইন বিভাগের প্রভাষক সাখাওয়াত সাজ্জাত সেজান ও উম্মে হাবিবা জিতুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর তায়াবুল হক।
এতে রেজিস্ট্রার প্রফেসর ড. মো: মোস্তফা কামাল, পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ হারুন আল রশীদ, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন এবং সহযোগী অধ্যাপক মোহাম্মদ আবুল কাশেম, ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ শাহ আলম, প্রক্টর মোঃ আয়াতুল্লাহ, ছাত্র উপদেষ্টা মো: আব্দুল্লাহ আল ইউনুছ, আয়োজিক কমিটির আহ্বায়ক ও ব্যবসায় প্রশাসন অনুষদের সহকারী অধ্যাপক হাসান আহমেদ, বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন
পরিশেষে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।